Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National News

সোমবার রামমন্দির পরিদর্শনে যেতে পারেন যোগী আদিত্যনাথ

সোমবার রামমন্দির পরিদর্শন করতে যেতে পারেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ সরকারের একটি সূত্রের খবর, ইতিমধ্যেই যোগীর সফরসূচির তালিকা পৌঁছে গিয়েছে ফৈজাবাদের জেলা প্রশাসনের কাছে। তাঁর আসন্ন সফর যাতে বিঘ্নহীন থাকে, তার ওপর নজর রাখবে ফৈজাবাদ পুলিশের কটি বিশেষ দল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ১৮:৫৭
Share: Save:

সোমবার রামমন্দির পরিদর্শন করতে যেতে পারেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ সরকারের একটি সূত্রের খবর, ইতিমধ্যেই যোগীর সফরসূচির তালিকা পৌঁছে গিয়েছে ফৈজাবাদের জেলা প্রশাসনের কাছে। তাঁর আসন্ন সফর যাতে বিঘ্নহীন থাকে, তার ওপর নজর রাখবে ফৈজাবাদ পুলিশের কটি বিশেষ দল।

সরকারি সূত্রের খবর, যোগীর সফর-তালিকায় চারটি জায়গার উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, যোগী আদিত্যনাথ ওই চারটি জায়গায় গিয়ে বেশ কয়েক জন সন্ন্যাসীর সঙ্গে দেখা করবেন।

আরও পড়ুন: লরির ধাক্কায় ছাত্রীর মৃত্যু, অগ্নিগর্ভ ফরাক্কা

রাম মন্দির আন্দোলনের সঙ্গে দীর্ঘ দিন জড়িত যোগী আদিত্যনাথ। সম্প্রতি রামায়ণ সংগ্রহশালার জন্য ২৫ একর জমিও দিয়েছে তাঁর সরকার। গত ২২ মার্চ সুপ্রিম কোর্ট রাম মন্দিরের বিষয়টিকে স্পর্শকাতর আখ্যা দিয়ে সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে বিষয়টি মেটানোর প্রস্তাব দেয়। তাতে সুপ্রিম কোর্টও মধ্যস্থতা করতে রাজি আছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জে এস খেহর। যা, ভারতের বিচারব্যবস্থার ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। সুপ্রিম কোর্টের ওই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এও বলেছেন, এ ব্যাপারে শীর্ষ আদালতের সঙ্গে তাঁর সরকার সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। তবে নির্মোহী আখড়া ছাড়া সংশ্লিষ্ট মামলার কোনও পক্ষই শীর্ষ আদালতের প্রস্তাব মেনে নেওয়ার ইঙ্গিত দেয়নি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অযোধ্যা-সফর নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক মহলের অনুমান, সুপ্রিম কোর্টের দেওয়া প্রস্তাব নিয়ে সন্ন্যাসীদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন যোগী আদিত্যনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yogi Adityanath Ayodhya Ram Temple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE