‘প্রতিশ্রুতি পূরণ’ করছেন যোগী। —ফাইল চিত্র।
প্রতিশ্রুতি পূরণে বিন্দুমাত্র দেরি করতে নারাজ তিনি, প্রত্যেক দিন বুঝিয়ে দিচ্ছেন উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার যোগী গরু পাচার বন্ধে কঠোর নির্দেশ জারি করলেন। একই রকম কঠোর পদক্ষেপ হচ্ছে কসাইখানাগুলির বিরুদ্ধেও। রাজ্যের সমস্ত অবৈধ কসাইখানা অবিলম্বে বন্ধ করার রূপরেখা চূড়ান্ত করতে রাজ্যের পুলিশকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতেই উত্তরপ্রদেশে কসাইখানা বন্ধ করতে অভিযান শুরু করেছে পুলিশ-প্রশাসন। সোমবার সকালেই ইলাহাবাদে দু’টি কসাইখানা বন্ধ করে দিয়েছিল পুলিশ। ওই কসাইখানাগুলির বৈধ অনুমতি পত্র ছিল না বলে পুলিশ সূত্রে জানানো হয়। তার পর থেকে ৪৮ ঘণ্টায় বারাণসী, আগরা, গাজিয়াবাদেও একাধিক কসাইখানায় পুলিশ তালা ঝুলিয়ে দিয়েছে। অবৈধ কসাইখানা রাজ্যের আর কোথায় কোথায় চলছে, তা খুঁজে দেখতে গোটা উত্তরপ্রদেশ জুড়ে অভিযান শুরু করেছে পুলিশ। কোনও এলাকাতেই যাতে অবৈধ কসাইখানা চলতে না পারে, তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
গরু পাচার আর গো-হত্যা বন্ধের ইস্যু নিয়ে ভোট ময়দানে সবচেয়ে সরব ছিল এই জুটিই। —ফাইল চিত্র।
প্রশাসনিক সূত্রের খবর, উত্তরপ্রদেশে গরু পাচারও সম্পূর্ণ বন্ধ করতে হবে বলে পুলিশকর্তাদের জানিয়ে দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশও অক্ষরে অক্ষরে পালন করার প্রস্তুতি নিতে শুরু করেছে উত্তরপ্রদেশের পুলিশ।
বিজেপি সে রাজ্যে বিধানসভা নির্বাচনের যে ইস্তেহার প্রকাশ করেছিল, তাতে ফলাও করে গরু পাচার এবং অবৈধ কসাইখানা বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকেই আদিত্যনাথ জানিয়েছিলেন, সব নির্বাচনী প্রতিশ্রুতি তিনি পূরণ করবেন। প্রথম তিন-চার দিনে যোগী বুঝিয়ে দিলেন, যত বিতর্কই হোক, কোনও প্রতিশ্রুতি পূরণেই পিছপা হবেন না তিনি।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে সরকারি অফিসে এ বার নিষিদ্ধ হল পান, গুটখা, পান মশলা
সপা সরকারের আমলে উত্তরপ্রদেশে গরু পাচার এবং অবৈধ কসাইখানার রমরমা বেড়েছিল বলে বিজেপির অভিযোগ। অখিলেশ যাদবের পাঁচ বছরের রাজত্বে উত্তরপ্রদেশে গবাদিপশুর সংখ্যা অনেক কমে গিয়েছিল বলেও বিজেপির দাবি। গরু পাচার রোখা না যাওয়ার জেরে উত্তরপ্রদেশে ডেয়ারি শিল্পের বিকাশ হয়নি বলে সঙ্ঘ পরিবারের মত। নিজের রাজত্বে সেই পরিস্থিতি বদলে দিতে তৎপর আদিত্যনাথ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy