Advertisement
E-Paper

মুম্বইয়ের পুরভোটে ২২৭টি ওয়ার্ডে মোট প্রার্থী ১৭২৯, কোন দলের কত জন? শনিবার প্রকাশিত হবে তালিকা

ভোটের ময়দানে ১৭২৯ প্রার্থীর উপস্থিতির কথা জানিয়ে বলা হয়, শনিবার প্রতীক বণ্টন-পর্ব শেষের পরে প্রার্থীদের নামের তালিকা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ০৩:০৫
বহুমুখী বৃহন্মুম্বই পুরসভা নির্বাচন।

বহুমুখী বৃহন্মুম্বই পুরসভা নির্বাচন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) আসন্ন নির্বাচনে মোট ১৭২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার মনোনয়ন প্রত্যাহার-পর্ব শেষ হওয়ার পরে মহারাষ্ট্র নির্বাচন কমিশনের তরফে এই তথ্য জানানো হয়েছে।

আগামী ১৫ জানুয়ারি এক দফাতেই বিএমসি-র ২২৭টি ওয়ার্ডে নির্বাচন হবে। গণনা ১৬ জানুয়ারি। গত ১৫ ডিসেম্বর দেশের বৃহত্তম (জনসংখ্যা এবং বাজেটের নিরিখে) পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে মহারাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশন। জানানো হয়েছে, বিএমসির সঙ্গে সে রাজ্যের আরও ২৮টি পুরসভার ভোট হবে। শুক্রবার মহারাষ্ট্রের রাজধানী শহরের ২৩টি রিটার্নিং অফিসার (আরও) দফতরে সকাল ১১টা থেকে বিকেল ৩টার মধ্যে প্রত্যাহারের সময়সীমা নির্ধারিত ছিল। তার পরে ভোটের ময়দানে ১৭২৯ প্রার্থীর উপস্থিতির কথা জানিয়ে বলা হয়, শনিবার প্রতীক বণ্টন-পর্ব শেষের পরে প্রার্থীদের নামের তালিকা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে।

মুম্বইয়ের পুরভোটে এ বার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে (যার মরাঠী সংস্করণের নাম ‘মহাজুটি’) ঠেকাতে দু’দশকের শত্রুতা ভুলে তুতো ভাই রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সঙ্গে হাত মিলিয়েছেন শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে। ফলে বিরোধী জোট ‘মহাবিকাশ আঘাড়ী’র (এমভিএ) অন্য দুই শরিক, কংগ্রেস এবং এনসিপি (শরদচন্দ্র পওয়ার) হাত মিলিয়েছে দলিত নেতা প্রকাশ অম্বেডকরের ‘বঞ্চিত বহুজন অঘাড়ী’ (ভিবিএ) এবং আরও কয়েকটি ছোট দলের সঙ্গে।

ভাঙন এড়াতে পারেনি শাসক মহাজুটিও। উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি-কে দূরে ঠেলে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের দল বিজেপি আসন সমঝোতা করেছে আর এক উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দের শিবসেনার সঙ্গে। অন্য দিকে, অজিতের এনসিপি ৩৭টি আসনে লড়ছে আলাদা ভাবে। সর্বভারতীয় স্তরে বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’র আর এক শরিক সমাজবাদী পার্টিও ৩০টি ওয়ার্ডে আলাদা ভাবে প্রার্থী দিয়েছে। পৃথক ভাবে লড়ছে কেন্দ্রে বিজেপির সহযোগী দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (অঠওয়ালে)-ও। যে দলের নেতা রামদাস অঠওয়ালে কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী।

Mumbai BMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy