Advertisement
E-Paper

মোদীর বিরুদ্ধে চড়া সুর রাহুলের

গুজরাতের লোকেরাই নরেন্দ্র মোদীর মডেল মানেন না! ওঁর প্রচার, বিপণন ভাল, কিন্তু ভিতরে ফাঁপা!’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৭ ০৫:২৩
নরেন্দ্র মোদী ও রাহুল গাঁধী। —ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী ও রাহুল গাঁধী। —ফাইল চিত্র।

গুজরাত ভোটে সাফল্যের স্বাদ পেয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর আরও চড়ালেন রাহুল গাঁধী।

আজ সংসদ ভবন থেকে বেরিয়ে রাহুল বলেন, ‘‘গুজরাতে জবরদস্ত ঝটকা খেয়েছে বিজেপি। গুজরাতের লোকেরাই নরেন্দ্র মোদীর মডেল মানেন না! ওঁর প্রচার, বিপণন ভাল, কিন্তু ভিতরে ফাঁপা!’’ রাহুলের ব্যাখ্যা, ‘‘ওঁর (মোদীর) শেখানো বুলি ওঁর দল আওড়ায় বটে, কিন্তু দেশের লোক সেগুলো মানেন না! মোদীর বিশ্বাসযোগ্যতা নিয়েই বড় প্রশ্ন উঠে গিয়েছে।’’

মাত্র তিন মাসের প্রচারে মোদীর নিজের গড়েই রাহুল তাঁকে যে ভাবে ধাক্কা দিয়েছেন, সেটিকেই বড় সাফল্য হিসেবে দেখছে কংগ্রেস। দলের মতে, কয়েকটি আসনে ছোটখাটো খামতি দূর করতে পারলেই গুজরাতের গেরুয়া দুর্গ দখল করা যেত। রাহুল নিজেও বিষয়টা গোপন করছেন না। আজ তিনি বলেন, ‘‘হেরে গিয়েছি। কিন্তু জিততেও পারতাম। একটু খামতি থেকে গিয়েছে।’’ আগামী দিনে এই ‘খামতিগুলি’ দূর করতেই আরও কোমর বেঁধে নামছেন কংগ্রেস সভাপতি।

কংগ্রেসের সূত্রের মতে, খোদ মোদীর রাজ্যেই রাহুলের কথা শুনেছে গ্রাম। তিনি যেখানেই গিয়েছেন ভিড় উপচে পড়েছে। যে সব মন্দিরে তিনি সফর করেছেন, সেই সব কেন্দ্রে দলের ফল ভাল হয়েছে। যেমন সোমনাথ মন্দির। এই অবস্থায় খুব শিগগিরই ফের গুজরাতে যাবেন রাহুল। যাবেন সোমনাথ মন্দিরেও।

গ্রাম ফেরায়নি, কিন্তু শহর গুজরাতে প্রত্যাশিত ফল হয়নি। এটাকে মাথায় রেখেই গ্রাম এবং শহরের জন্য সংগঠনকে তৈরি করছেন রাহুল। শহুরে মধ্যবিত্ত, ব্যবসায়ীদের মন টানতে চাঙ্গা করা হচ্ছে দলের পেশাদার সংগঠনগুলিকে। বিজেপির মতোই বুথ স্তর থেকে তুলে আনা হবে নেতা। দলের অনেকেই বলছেন, গুজরাতে কংগ্রেসের একজন ওজনদার মুখ্যমন্ত্রী মুখ থাকলে লড়াইটা অনেক সহজ হত, যে ভাবে পঞ্জাবে হয়েছে। রাহুল এ বারে সব স্তরে নতুন মুখ এনে সংগঠনকে আরও মজবুত করবেন। এই প্রক্রিয়া চলাকালীনই উন্নয়ন এবং দুর্নীতি নিয়ে মোদীকে অস্বস্তিকর প্রশ্নগুলি রাহুল করেই যাবেন। যেমন আজও রাফাল যুদ্ধবিমান আর অমিত শাহের ছেলে জয় শাহের দুর্নীতি নিয়ে তোপ দেগেছেন তিনি।

কংগ্রেস নেতা আহমেদ পটেল বলেন, ‘‘গেরুয়া শিবিরে একা বিজেপি নয়, আরএসএসও গ্রামে গ্রামে ঘুরে প্রচার করে, মেরুকরণ করে। এই সংগঠনের সঙ্গে পাল্লা দিতে হবে কংগ্রেসকে।’’

বিজেপির শরিক শিবসেনাও আজ মুখপত্রে মোদীর ‘গুজরাত মডেল’ নিয়ে প্রশ্ন তুলে বলেছে, ‘জিতলেন মোদী, কিন্তু আলোচনায় রাহুল।’ যা শুনে বিজেপি বলছে, ‘‘হারলেন রাহুল, আর ঝটকা বিজেপির? বিষয়টি হাস্যকর নয়?’’ দলের এক নেতার কটাক্ষ, ‘‘কাল ভোটে হেরে সন্ধ্যায় রাহুল গিয়েছেন সিনেমা দেখতে, আর ভোটে জিতে মোদী গিয়েছেন সাইক্লোন বিধ্বস্ত এলাকা দেখতে। এটাই ফারাক।’

Narendra Modi Rahul Gandhi BJP Congress নরেন্দ্র মোদী রাহুল গাঁধী বিজেপি কংগ্রেস
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy