Advertisement
২০ মে ২০২৪

বহিষ্কার করা হচ্ছে কংগ্রেস নেতাকে

কিছু দিন ধরেই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন রতনবাবু। বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠকও করেছেন। আজও বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে তিনি দেখা করেন আগরতলা সার্কিট হাউসে। পরে কংগ্রেস বিধায়ক রতনবাবু জানান, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রার্থীর জন্য রাম মাধব সমর্থন চেয়েছেন।

রতনলাল নাথ।

রতনলাল নাথ।

বাপি রায়চৌধুরী
আগরতলা শেষ আপডেট: ০২ জুলাই ২০১৭ ০৩:০৬
Share: Save:

ত্রিপুরার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্য বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা রতনলাল নাথকে দল থেকে ছ’বছরের জন্য বহিষ্কার করা হচ্ছে। বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কারণেই এআইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে রাষ্ট্রপতি নির্বাচনের কথা মাথায় রেখে তাঁকে বহিষ্কারের চিঠি ধরানো হবে আগামী ১৭ জুলাইয়ের পরে। রতনবাবু বলেন, ‘‘আমিও এমনটাই শুনেছি। তবে চিঠি এখনও হাতে পাইনি।’’ ত্রিপুরার ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা ভূপেন বরার সঙ্গে আজ প্রদেশ কংগ্রেস নেতাদের বৈঠক হয় আগরতলায়। সেখানেই বিষয়টি নিয়ে আলোচনা হয়।

কিছু দিন ধরেই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন রতনবাবু। বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠকও করেছেন। আজও বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে তিনি দেখা করেন আগরতলা সার্কিট হাউসে। পরে কংগ্রেস বিধায়ক রতনবাবু জানান, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রার্থীর জন্য রাম মাধব সমর্থন চেয়েছেন। রতনবাবু তাঁকে আশ্বস্ত করেছেন। রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হয় বলে কোনও দলই হুইপ জারি করতে পারে না।

ত্রিপুরায় আগামী বছর বিধানসভা ভোট। তার আগে রাজ্যে ঘর গোছাচ্ছে বিজেপি। ইতিমধ্যেই তারা বেশ কিছু প্রবীণ কংগ্রেস নেতাকে দলে পেয়েছে। রতনবাবুর যোগদানও সময়ের অপেক্ষা। দলছুট কংগ্রেসিদের নিয়ে গড়া তৃণমূলের কয়েক জন বিধায়কও রাষ্ট্রপতি নির্বাচনের পরে বিজেপিতে যোগ দিতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE