Advertisement
২৫ জুন ২০২৪
manmohan singh

Manmohan Singh: ডেঙ্গিতে আক্রান্ত মনমোহন, তবে অবস্থার উন্নতি হচ্ছে, জানাল এমস

জ্বর হওয়ার পর দুর্বল বোধ করায় বুধবার সন্ধ্যায় ৮৯ বছর বয়সি কংগ্রেস নেতাকে ভর্তি করানো হয় এমস-এ।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ভর্তি দিল্লির এমস-এ। -ফাইল ছবি।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ভর্তি দিল্লির এমস-এ। -ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ ১৬:৩৮
Share: Save:

ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর তরফে শনিবার এই খবর দেওয়া হয়েছে। এও জানানো হয়েছে, মনমোহনের অবস্থার উন্নতি হচ্ছে। জ্বর হওয়ার পর দুর্বল বোধ করায় বুধবার সন্ধ্যায় ৮৯ বছর বয়সি কংগ্রেস নেতাকে ভর্তি করানো হয় এমস-এ।

শনিবার এমস-এর এক কর্তা বলেছেন, ‘‘মনমোহন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। তবে তাঁর রক্তে অণুচক্রিকার সংখ্যা আগের চেয়ে বেড়েছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।’’এমস-এর কার্ডিও-নিউরো সেন্টারে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ়দের অধীনে চিকিৎসা চলছে মনমোহনের।

হাসপাতালে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে দেখতে এমসে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মণ্ডবীয়। টুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ৮৯ বছরের কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সদস্য মনমোহন এর বেশ কিছু দিন আগে করোনা আক্রান্ত হয়ে এমসে ভর্তি হয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

manmohan singh Delhi AIIMS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE