ভারত-পাক উত্তেজনার আবহে বিমান ধরার জন্য কত ক্ষণ আগে বিমানবন্দরে প্রবেশ করতে হবে সে বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিল এয়ার ইন্ডিয়া। বৃহস্পতিবার রাতে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, দেশের অসামরিক পরিবহণমন্ত্রকের নির্দেশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ভারতের মধ্যে বিমান পরিবহণ করতে গেলে বিমান ওড়ার নির্দিষ্ট সময়ের তিন ঘণ্টা আগে সংশ্লিষ্ট বিমানবন্দরে প্রবেশ করতে হবে। এয়ার ইন্ডিয়ার তরফে এ-ও স্পষ্ট করে দেওয়া হয়েছে, বিমান ওড়ার নির্দিষ্ট ৭৫ মিনিট আগে সংশ্লিষ্ট বিমানের যাত্রীদের জন্য বিমানবন্দরের দরজা বন্ধ করে দেওয়া হবে।
ভারত পাকিস্তান উত্তেজনার যে পারদ চড়েছে, সেই প্রেক্ষিতে আকাশপথের যাত্রী নিরাপত্তায় এ হেন পদক্ষেপ স্বাভাবিক। কলকাতা বিমানবন্দরে দীর্ঘদিন কর্মরত, বর্তমানে অবসরপ্রাপ্ত অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের এক আধিকারিক বলেন, "এই ধরনের পরিস্থিতিতে এই রকমের নির্দেশিকা স্বাভাবিক। ঘূর্ণিঝড়ের মতো কোনও প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও এই ধরনের নির্দেশিকা জারি করা হয়। আর এখন তো অন্য রকম পরিস্থিতি, যা সাম্প্রতিক সময়ে কেউ দেখেননি।"