Advertisement
E-Paper

গৌতমকে খোঁচা দিলেন আজমল

গৌতম রায়ের খাসতালুকে হানা দিয়েই ভোটের ঢাকে কাঠি ঠুকলেন বদরউদ্দিন আজমল। গত কাল এআইইউডিএফ-এ যোগ দেন হাইলাকান্দির দুই কংগ্রেস নেতা। সেই উপলক্ষ্যে লক্ষীরবন্ধে আয়োজিত বিশাল সমাবেশে অসমে কংগ্রেস-মুক্ত সরকার গঠনের ডাক দেন বদরউদ্দিন। গৌতম-ঘনিষ্ঠ কংগ্রেস নেতা নিজামউদ্দিন লস্কর ও সুজামউদ্দিন লস্করের এআইইউডিএফ–এ যোগ দেওয়ার ঘটনাকে কংগ্রেসের ‘বিদায়ঘণ্টা’ হিসেবে চিহ্নিত করেন তিনি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে অসমে তাঁর দলই সরকার গঠন করবে বলে ঘোষণা করেন আজমল। সমাবেশে দলের বিভিন্ন নেতা তরুণ গগৈ সরকারের সমালোচনা করেন। বিধায়ক বসির আহমেদ কাশিমি বলেন, ‘‘আগামী ভোটে বরাকের ১৩টি আসন আমরাই দখল করর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০৩:০৪

গৌতম রায়ের খাসতালুকে হানা দিয়েই ভোটের ঢাকে কাঠি ঠুকলেন বদরউদ্দিন আজমল। গত কাল এআইইউডিএফ-এ যোগ দেন হাইলাকান্দির দুই কংগ্রেস নেতা। সেই উপলক্ষ্যে লক্ষীরবন্ধে আয়োজিত বিশাল সমাবেশে অসমে কংগ্রেস-মুক্ত সরকার গঠনের ডাক দেন বদরউদ্দিন। গৌতম-ঘনিষ্ঠ কংগ্রেস নেতা নিজামউদ্দিন লস্কর ও সুজামউদ্দিন লস্করের এআইইউডিএফ–এ যোগ দেওয়ার ঘটনাকে কংগ্রেসের ‘বিদায়ঘণ্টা’ হিসেবে চিহ্নিত করেন তিনি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে অসমে তাঁর দলই সরকার গঠন করবে বলে ঘোষণা করেন আজমল।

সমাবেশে দলের বিভিন্ন নেতা তরুণ গগৈ সরকারের সমালোচনা করেন। বিধায়ক বসির আহমেদ কাশিমি বলেন, ‘‘আগামী ভোটে বরাকের ১৩টি আসন আমরাই দখল করর। অসমের পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে এআইইউডিএফ মূল ভূমিকা নেবে। বিধায়ক স্বপন কর বলেন, ‘‘কংগ্রেস আমাদের দলকে সাম্প্রদায়িক বলছে। কিন্তু মানুষ সত্যিটা জানেন। তাই পরের ভোটে অসম থেকে কংগ্রেসকে হঠাতে তাঁরা প্রস্তুত।’’ বিধায়ক আমিনুল ইসলাম বলেন, ‘‘অসমে এন আর সি–র নামে বঙ্গভাষীদের একাংশকে নানা ভাবে হেনস্থা করা হচ্ছে।’’ করিমগঞ্জ-সাংসদ রাধেশ্যাম বিশ্বাস গগৈ সরকারকে আর সমর্থন না করতে কংগ্রেস নেতাদের আর্জি জানান।

aiudf assam aiudf badruddin ajmal badruddin ajmal vs congress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy