Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দুর্নীতি রুখতে লড়বে অখিলের দল

নির্বাচনে লড়াই নয়, বিপ্লবী আন্দোলনের উদ্দেশেই নতুন দল গড়লেন কৃষক নেতা অখিল গগৈ। আজ শিবসাগরের মরাণে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির চতুর্থ দ্বিবার্ষিক অধিবেশনে অণ্ণা হজারের উপস্থিতিতে দল গঠনের কথা ঘোষণা করেন গগৈ। তার নাম দেওয়া হয়, ‘গণমুক্তি সংগ্রাম, অসম’।

পাশাপাশি। অখিল গগৈয়ের সঙ্গে অণ্ণা হজারে। শুক্রবার উজ্জ্বল দেবের তোলা ছবি।

পাশাপাশি। অখিল গগৈয়ের সঙ্গে অণ্ণা হজারে। শুক্রবার উজ্জ্বল দেবের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২১ মার্চ ২০১৫ ০৩:২৯
Share: Save:

নির্বাচনে লড়াই নয়, বিপ্লবী আন্দোলনের উদ্দেশেই নতুন দল গড়লেন কৃষক নেতা অখিল গগৈ। আজ শিবসাগরের মরাণে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির চতুর্থ দ্বিবার্ষিক অধিবেশনে অণ্ণা হজারের উপস্থিতিতে দল গঠনের কথা ঘোষণা করেন গগৈ। তার নাম দেওয়া হয়, ‘গণমুক্তি সংগ্রাম, অসম’।

দিল্লিতে দুর্নীতি বিরোধী মঞ্চ থেকেই অণ্ণার সঙ্গী অখিল। অখিলের ডাকে গত কাল ডিব্রুগড় পৌঁছন অণ্ণা। ওই রাতে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের অতিথিশালায় কৃষক মুক্তি ও তাদের শাখা সংগঠনগুলির নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেন। এ দিন অধিবেশনের উদ্বোধনী ভাষণে অণ্ণা বলেন, “সব রাজ্যে কৃষকদের নিয়ে এমন দল তৈরি হওয়া উচিত। তবে, আমি ব্যক্তিগত ভাবে অখিলকে নির্বাচনভিত্তিক রাজনীতিতে যোগ বা ভোটে লড়তে মানা করেছি। দুর্নীতি ও শোষণের বিরুদ্ধে লড়াই-ই আসল।” বিজেপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বিরোধী আসনে থাকার সময় বিজেপি যা বলত, ক্ষমতায় এসে তার উল্টো পথে চলছে। পুঁজিপতিদের পক্ষে কাজ করছে। এ সবের বিরুদ্ধে দিল্লিতে ৩ মাসের মধ্যে সব কৃষক সংগঠনের যৌথ সমাবেশ হবে।” তাঁর কথায়, “দেশের সেবা করতে গেলে নিজের স্বার্থ বিসর্জন দিতে হবে। আমিও তাই করেছি। তাই ৭৭ বছর বয়সেও নিজেকে ৩০ বছরের কৃষক মনে হচ্ছে।”

অখিল নতুন দলের নাম ঘোষণা করে জানান, তাঁর সঙ্গে দলের আহ্বায়ক হচ্ছেন কমল কুমার মেধি, বেদান্ত লস্কর ও হুসেন মহম্মদ শাহজাহান। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নতুন সভাপতি হলেন রাজু বরা। জমি দখল, বৃহৎ নদীবাঁধ, দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে লড়াই চালানো কৃষক নেতা অখিল বলেন, “ব্রহ্মপুত্র বাঁচানো, কৃষকদের স্বার্থ রক্ষা ও শ্রমিক, মহিলা, মধ্যবিত্তদের পাশে দাঁড়িয়ে বৃহত্তর আন্দোলনের জন্য এই দল তৈরি করা হল।”

অখিলের দলের বিরুদ্ধে বারবার মাওবাদী মতাদর্শ প্রচারের অভিযোগ উঠেছে। বৃহৎ নদীবাঁধ গড়তে না দেওয়া নিয়ে তাঁর বিরুদ্ধে চিনের স্বার্থে কাজ করার অভিযোগও তুলেছে কংগ্রেস। এ দিন, মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সরাসরি অখিলকে আক্রমণ করে প্রশ্ন তোলেন, “কৃষকদের দল হয়ে কী ভাবে, কোন টাকায় অখিলরা রাজনৈতিক দল গড়ছে?” তিনি বলেন, “অখিলরা বিভিন্ন পুঁজিপতি গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন, ধর্না করে টাকা আদায় করে। তা দিয়েই রাজনীতিতে নেমেছে।” মুখ্যমন্ত্রীর বক্তব্য উড়িয়ে অখিল বলেন, “গগৈ নিজেই পুঁজিপতিদের মুঠোয় বন্দি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE