Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National

বাবাকে তুড়ি মেরে কাকাকে ফের তাড়ালেন অখিলেশ! সপা কি ভাঙছে?

আরও বড় আকার নিল সমাজবাদী পার্টির (সপা) অভ্যন্তরীণ যুদ্ধ। বাবা মুলায়মকে সঙ্ঘাতের বার্তা দিয়ে উত্তরপ্রদেশ মন্ত্রিসভা থেকে কাকা শিবপাল সহ মোট চার মন্ত্রীকে বরখাস্ত করে দিলেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। দু’মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার অখিলেশ ক্যাবিনেট থেকে বরখাস্ত হলেন শিবপাল।

মুলায়মের চোখরাঙানি উপেক্ষা করে যে ভাবে কাকা সহ চার মন্ত্রিকে বরখাস্ত করে দিলেন অখিলেশ, তাতে সপায় ভাঙনের জল্পনা আরও জোরদার। —ফাইল চিত্র।

মুলায়মের চোখরাঙানি উপেক্ষা করে যে ভাবে কাকা সহ চার মন্ত্রিকে বরখাস্ত করে দিলেন অখিলেশ, তাতে সপায় ভাঙনের জল্পনা আরও জোরদার। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ১৪:২০
Share: Save:

আরও বড় আকার নিল সমাজবাদী পার্টির (সপা) অভ্যন্তরীণ যুদ্ধ। বাবা মুলায়মকে সঙ্ঘাতের বার্তা দিয়ে উত্তরপ্রদেশ মন্ত্রিসভা থেকে কাকা শিবপাল সহ মোট চার মন্ত্রীকে বরখাস্ত করে দিলেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। দু’মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার অখিলেশ ক্যাবিনেট থেকে বরখাস্ত হলেন শিবপাল।

বিরোধটা গত কয়েক মাস ধরেই চলছিল। অমর সিংহ সপায় ফেরার পর থেকে সে আগুন হু হু করে বেড়েছে। শিবপাল-অমর বনাম অখিলেশ-রামগোপাল (মুলায়মের তুতো ভাই)— আড়াআড়ি দুই শিবিরে বিভক্ত হয়ে গিয়েছে সপা। এক প্রাক্তন গ্যাংস্টারের তৈরি করা একটি রাজনৈতিক সংগঠনকে সপার সঙ্গে মিশিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করেছিলেন মুলায়ম সিংহ যাদবের সবচেয়ে বিশ্বস্ত ভাই শিবপাল সিংহ যাদব। মুলায়ম-পুত্র অখিলেশ তাতে বাধা দেন। গ্যাংস্টারের সংগঠনকে সপার সঙ্গে মিশতে দেওয়া হলে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে, বলেছিলেন মুখ্যমন্ত্রী তথা সপার প্রদেশ সভাপতি অখিলেশ। বিষয়টি নিয়ে কাকা শিবপালের সঙ্গে তাঁর বিরোধ তুঙ্গে ওঠায় রাজ্য মন্ত্রিসভা থেকে কাকাকে বরখাস্ত করেন অখিলেশ যাদব। কিন্তু দলের সর্বভারতীয় চেয়ারম্যান তথা অখিলেশের বাবা মুলায়ম সিংহ যাদব ময়দানে নামায় পরিস্থিতি ঘুরে যায়। বাবার চাপে ছেলেকে মাথা নত করতে হয় এবং কাকা শিবপালকে মন্ত্রিসভায় ফিরিয়ে নিতে হয়। প্রাক্তন গ্যাং‌স্টারের দলকে সপায় মিশিয়েও নেওয়া হয়। কারণ মুলায়ম মনে করছিলেন, ওই সংগঠনটিকে সপায় মিশিয়ে নিলে নিজেদের সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে আরও সংহত করতে পারবে সপা।

অখিলেশ মাথা নত করে প্রাক্তন গ্যাংস্টারের সংগঠনকে সপায় মিশতে দেওয়ার পর এবং শিবপালকে মন্ত্রিসভায় ফিরিয়ে নেওয়ার পর লড়াই থেমে যেতেই পারত। কিন্তু মুলায়ম এতেই না থেমে আরও একটি বড় পদক্ষেপ নেন। ছেলেকে সপার প্রদেশ সভাপতি পদ থেকে সরিয়ে ভাই শিবপালকে সেই পদে বসিয়ে দেন তিনি। স্পষ্ট বার্তা দিয়ে দেন, আসন্ন বিধানসভা নির্বাচনে সপার টিকিট কারা পাবেন, তা অখিলেশ স্থির করবেন না, শিবপালই সে বিষয়ে শেষ কথা বলবেন।

আরও পড়ুন: অখিলেশের ঘনিষ্ঠ সহযোগী উদয়বীর সিংহকে বহিষ্কার

ছেলেকে পাল্টা মুলায়মের, রামগোপাল যাদবকে দল থেকেই তাড়িয়ে দিল সপা

মুলায়মের তুতো ভাই রামগোপাল যাদব শুরু থেকেই অখিলেশের পক্ষে ছিলেন। মুখ্যমন্ত্রী অখিলেশকে সপায় সবচেয়ে জনপ্রিয় মুখ বলে তিনি একাধিকবার প্রকাশ্যেই মন্তব্য করেছেন। অখিলেশের সঙ্গে অবিচার হলে উত্তরপ্রদেশের নির্বাচনে সপার ভরাডুবি হবে এবং তার দায় মুলায়মকেই নিতে হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু অখিলেশে জনপ্রিয়তার আঁচ পেয়েও মুলায়ম দমেননি। তিনি সপায় শিবপাল যাদবের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার পন্থায় অনড় থেকেছেন। আসন্ন নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অখিলেশকে তুলে ধরা হবে কি না, তা নিয়েও একাধিক বার ধোঁয়াশা তৈরি করেছেন। ছ’বছর নির্বাসনে কাটানোর পর ফের দলে ফিরে আসা এবং জাতীয় সাধারণ সম্পাদকের পদ পাওয়া অমর সিংহের পরামর্শেই মুলায়ম এই সব সিদ্ধান্ত নিচ্ছেন বলে অখিলেশ অনুগামীদের দাবি। অমর সিংহ, শিবপাল যাদব এবং মুলায়মের দ্বিতীয় স্ত্রী সাধনা হাত মিলিয়ে অখিলেশকে হেনস্থা করার চেষ্টা করছেন বলে দলের মধ্যে থেকেই অভিযোগ উঠতে শুরু করে। সরাসরি সাধনাকে অভিযুক্ত করে মুলায়মকে চিঠিও লিখেছিলেন সপার এক বিধায়ক। উদয়বীর সিংহ নামে সেই বিধায়ককে শনিবার সপা থেকে বহিষ্কার করা হয়। আর চুপ করে বসে থাকতে পারেননি অখিলেশ। রবিবার পাল্টা ধাক্কা দিলেন। শিবপাল যাদব এবং তাঁর ঘনিষ্ঠ আরও তিন মন্ত্রীকে উত্তরপ্রদেশ মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে দিলেন তিনি। এ দিন দলের বিধায়কদের জরুরি বৈঠকে ডেকেছিলেন অখিলেশ। সেখানেই তিনি ঘোষণা করেন, অমর সিংহের ঘনিষ্ঠ কোনও ব্যক্তিকে তিনি নিজের ক্যাবিনেটে ঠাঁই দেবেন না। তাই শিবপাল সিংহ যাদব সহ মোট চার মন্ত্রীকে বরখাস্ত করা হচ্ছে। সপার বিধায়কদের সঙ্গে আগামিকাল অর্থাৎ সোমবার বৈঠকের কথা মুলায়ম সিংহ যাদবের। মুলায়মকে চমকে দিয়ে তার আগের দিনেই বিধায়কদের সঙ্গে বৈঠক সেরে ফেললেন অখিলেশ। সেই সঙ্গে চূড়ান্ত সঙ্ঘাতের বার্তা দিয়ে অখিলেশ বুঝিয়ে দিলেন, আর কোনও আপোষ নয়।

শিবপাল সহ চার মন্ত্রী বরখাস্ত হওয়ার পর মুলায়মও চুপ করে থাকতে পারবেন না। সোমবার তিনি বিধায়কদের সঙ্গে যে বৈঠকে বসতে চলেছেন, সেই বৈঠক থেকেই মুলায়মের পদক্ষেপও স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক শিবির। সপা ভাঙনের পথেই এগোচ্ছে বলেও মনে করছেন অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE