মুম্বইয়ের বহুতলে অগ্নিকাণ্ড! বৃহস্পতিবার সকালে আগুন লেগে গেল পশ্চিম অন্ধেরির একটি ২৩তলা আবাসনে। ভিতরে আটকে পড়লেন বাসিন্দারা। পরে দীর্ঘ ক্ষণের চেষ্টায় উদ্ধার করা হল ৪০ জনকে।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন সূত্রে খবর, বৃহস্পতিবার সকালের দিকে পশ্চিম অন্ধেরির কান্ট্রি ক্লাবের কাছে অবস্থিত সোরেন্টো টাওয়ারে আগুন লেগে যায়। ২৩তলা উঁচু ওই বহুতলের ১৪তলায় প্রথম আগুন লাগে। কিছু ক্ষণের মধ্যেই আগুন অন্য তলাগুলিতেও ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চার দিক। উপরের তলাগুলিতে বেশ কয়েক জন বাসিন্দা আটকে পড়েন। প্রাণভয়ে তাঁরা ১৬তলার করিডরে জড়ো হন। খবর পেয়ে সকাল ১০টা ২০ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছোয় দমকল। আগুন নিয়ন্ত্রণে আনার পর বহুতলে আটকে পড়া প্রায় ৪০ জন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
দমকল সূত্রে জানা গিয়েছে, সকাল ১০টা ৫ মিনিট নাগাদ তাঁরা প্রথম আগুন লাগার খবর পান। দমকলকর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছোন, তত ক্ষণে আগুন বেশ খানিকটা ছড়িয়ে পড়েছে। সঙ্গে গোটা বহুতল ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পুলিশ, অ্যাম্বুল্যান্স ও বিদ্যুৎ দফতর ঘটনাস্থলে পৌঁছোয়। দমকলের চারটি ইঞ্জিন মিলে বেলা ১১টা ৩৭ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বহুতলের বৈদ্যুতিক তার এবং বেশ কিছু কাঠের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। ঠিক কী ভাবে আগুন লাগল, জানা যায়নি তা-ও।