উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আততায়ীদের গুলিতে খুন হলেন এক স্কুলশিক্ষক! বুধবার রাত প্রায় ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, নিহত শিক্ষকের নাম দানিশ রাও। গত ১১ বছর ধরে ক্যাম্পাসের এবিকে হাইস্কুলে কম্পিউটার সায়েন্স পড়াতেন দানিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ দুই সহকর্মীর সঙ্গে ক্যাম্পাসে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। রাত ৮টা ৫০ মিনিটে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি এসে তাঁদের পথ আটকায়। পিস্তল দেখিয়ে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এর পরেই দানিশকে লক্ষ্য করে পর পর তিন বার গুলি ছোড়ে আততায়ীরা। তাঁর মাথায় গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় দানিশকে নিয়ে জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজের দিকে ছোটেন বাকিরা। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন:
সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট নীরজ জাদন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছে গুলি চলার ঘটনাটি ঘটে। দুই আততায়ীই দানিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। রাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে মহম্মদ ওয়াসিম আলি বলেন, ‘‘রাত ৯টার দিকে আমরা খবর পাই যে লাইব্রেরির কাছে গুলি চলার ঘটনায় এক জন ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে মৃত্যু হয়েছে তাঁর। গুলিবিদ্ধ ব্যক্তির নাম দানিশ রাও। তিনি এবিকে স্কুলে শিক্ষকতা করতেন।’’ তবে কেন ওই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। খোঁজ মেলেনি আততায়ীদেরও। ঘটনার তদন্তে ছয়টি পুলিশ দল গঠন করা হয়েছে। ফেরার অভিযুক্তদের খোঁজে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা।