Advertisement
E-Paper

প্রধানমন্ত্রী কাকে চান, অখিলেশের কথায় রহস্য

মায়াবতীকে পাশে নিয়ে বিজেপিকে হটাতে আজ যৌথ অভিযানের ডাক দিলেন এসপি নেতা অখিলেশ সিংহ যাদব। কিন্তু আগামী দিনে মায়াবতীকেই কি প্রধানমন্ত্রী হিসাবে সমর্থন করবেন তিনি?  

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ০২:৪৩
অখিলেশ সিংহ যাদব। ছবি: পিটিআই।

অখিলেশ সিংহ যাদব। ছবি: পিটিআই।

মায়াবতীকে পাশে নিয়ে বিজেপিকে হটাতে আজ যৌথ অভিযানের ডাক দিলেন এসপি নেতা অখিলেশ সিংহ যাদব। কিন্তু আগামী দিনে মায়াবতীকেই কি প্রধানমন্ত্রী হিসাবে সমর্থন করবেন তিনি?

মায়াবতী-অখিলেশের যৌথ সাংবদিক সম্মেলনের একেবারে শেষ দিকে আজ ছিটকে এল এই প্রশ্নটি! উত্তর দিতে বেশি সময় নিলেন না মুলায়ম-পুত্র। কিছুটা রহস্য রেখে বললেন, ‘‘উত্তরপ্রদেশ বার বার ভারতকে প্রধানমন্ত্রী উপহার দিয়েছে। আমি খুশি হব যদি উত্তরপ্রদেশ থেকে আবার এক জন প্রধানমন্ত্রী হন।’’

তাঁর এই গুগলি-উত্তরের পর স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়েছে। ঘটনা হল, লোকসভা ভোটে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর দাঁড়ানোর কথা উত্তরপ্রদেশের অমেঠী থেকে। অমেঠী এবং রায়বরেলী আসন দু’টি এসপি-বিএসপি জোট ছেড়ে রেখেছে রাহুল-সনিয়ার জন্যই। ফলে প্রশ্ন উঠছে, অখিলেশ কি এই উত্তরে রাহুলের প্রধানমন্ত্রিত্বের বিষয়টিকেই উঠিয়ে রাখলেন?

আজকের সাংবাদিক সম্মেলনে মায়াবতী কংগ্রেসকে আক্রমণ করলেও রাহুল বা কংগ্রেসের বিরুদ্ধে একটি বাক্যও শোনা যায়নি অখিলেশের মুখ থেকে। অথচ কংগ্রেস-সঙ্গ নিয়ে কোনও প্রশ্ন করার আগেই মায়াবতী আজ বলেছেন, ‘‘আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন যে কংগ্রেসকে আমরা সঙ্গে রাখিনি কেন? আগাম উত্তরটি

দিয়েই রাখছি। কংগ্রেসকে সঙ্গে নিয়ে লড়লে তাদের ভোট আমাদের প্রার্থীর দিকে আসে না। কিন্তু আমরা তাদের ভোট দিই।’’ রাফাল দুর্নীতির কথা বলতে গিয়ে বফর্স প্রসঙ্গও আজ টেনে আনেন মায়াবতী।

সূত্রের খবর, এই জোট গড়ার প্রশ্নে রাহুলের সঙ্গে আগেই কথা বলে এগিয়েছেন অখিলেশ। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব তাঁকে আশ্বাস দিয়েছেন, মোদীকে সরাতে উত্তরপ্রদেশে কিছুটা আপসে তাঁদের আপত্তি নেই। দুবাই থেকে রাহুল বলেছেন, ‘‘অখিলেশ ও মায়াবতীর জোটকে সমীহ করা উচিত।’’

উত্তরপ্রদেশে কংগ্রেস কিছু প্রার্থী দিলেও চেষ্টা করবে এসপি-বিএসপি জোটের ভোট ব্যাঙ্ককে যতটা সম্ভব কম আঘাত করতে। কংগ্রেস পুরোদমে লড়লে এসপি-র মুসলিম ভোট ব্যাঙ্ক এবং মায়াবতীর দলিত ভোটের একটি অংশ কংগ্রেসে

আসতে পারে। কিন্তু তাতে যে বিজেপিরই সুবিধা হবে, রাহুল এটা বোঝেন।

আজ প্রকাশ্যে কংগ্রেসের পক্ষ থেকে এসপি-বিএসপি জোট নিয়ে বিশদে মুখ খোলা হয়নি। উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা গুলাম নবি আজাদ শুধু বলেছেন, ‘‘রবিবার লখনউয়ে এ ব্যাপারে দলের অবস্থান জানানো হবে।’’ তবে পি চিদম্বরম বলেছেন, ‘‘আশা করি এটাই এসপি-বিএসপি জোটের শেষ কথা নয়। ভোট এগিয়ে এলে ওদের অবস্থান বদলাবে। সব দলকে সঙ্গে নিয়ে বড় মাপের জোট দরকার উত্তরপ্রদেশে। সেটা না হলে কংগ্রেস নিজের শক্তিতে লড়বে।’’

Prime Minister Akhilesh Tadav Uttar Pradesh Mayawati
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy