আগামী ১০০ দিনে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের ব্যর্থতা তুলে ধরতে ৩০টির বেশি সংবিধান সংবাদ মহাপঞ্চায়েত। ওবিসি ভোটকে পাখির চোখ করে সামাজিক ন্যায়ের প্রচারে এক বছর ধরে পরিবর্তন প্রতিজ্ঞা।
প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে সামনে রেখে কংগ্রেস যে ফের উত্তরপ্রদেশে আগামী বছরের বিধানসভা নির্বাচনের জন্য ঘর গোছাতে চাইছে, তার ইঙ্গিত দিলেন রাজ্য কংগ্রেস নেতৃত্ব। সোমবার প্রিয়ঙ্কার জন্মদিন থেকেই উত্তরপ্রদেশ কংগ্রেস ভোটের প্রস্তুতিঘোষণা করে দিল। গত ২০২২ সালে প্রিয়ঙ্কা উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক থাকাকালীন কংগ্রেস একা লড়ে ব্যর্থ হয়েছিল। তার পরে ২০২৩ সাল থেকে প্রিয়ঙ্কা উত্তরপ্রদেশে দলের কাজকর্ম থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেন। পরে তিনি কেরলের ওয়েনাড় থেকে উপনির্বাচনে লড়ে সাংসদ হয়েছেন। তাৎপর্যপূর্ণ ভাবে সোমবার প্রিয়ঙ্কার জন্মদিনকে উপলক্ষ করেই উত্তরপ্রদেশের কুড়িটি গুরুত্বপূর্ণ জেলা ও শহর থেকে কংগ্রেস আগামী ১০০ দিনের ও বছরভর কর্মসূচি ঘোষণা করেছে। উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই কাশীতে শিবের মন্দিরে প্রিয়ঙ্কার জন্মদিনের জন্য পুজোও দিয়েছেন। কংগ্রেসের সমস্ত দফতরে প্রিয়ঙ্কার জন্মদিনের জন্য কেক কাটা হয়েছে।
উত্তরপ্রদেশের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এ প্রায় ২.৮৯ কোটি ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে। তার পরে বিজেপি প্রতিটি বুথে ২০০ জন করে ভোটারের নাম যোগ করার লক্ষ্য নিয়েছে। বিজেপি বাইরের লোক ঢোকাতে পারে বলে সমাজবাদী পার্টি, কংগ্রেসের মতো বিরোধী শিবির আশঙ্কা করছে। কংগ্রেস আজ প্রিয়ঙ্কার জন্মদিনেই উত্তরপ্রদেশে এসআইআর-এ নজর রাখার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।
আজ উত্তরপ্রদেশে কংগ্রেসের পরিষদীয় দলনেত্রী আরাধনা মিশ্র জানিয়েছেন, আগামী বছর রাজ্যের বিধানসভা ভোটের আগে চলতি বছরে উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস একাই ভোটে লড়বে। চলতি বছরের ডিসেম্বরে কংগ্রেসে প্রতিষ্ঠা দিবসে দলের অবদান তুলে ধরা হবে। ২০২৫-এ কংগ্রেসের সংগঠন সৃজন অভিযানে উত্তরপ্রদেশে ১ লক্ষ ৫০ হাজার বুথ কমিটির সভাপতি নিয়োগ করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)