Advertisement
E-Paper

জয়ার ভিডিও তোলাই হয়নি, দাবি হাসপাতালের

প্রয়াত এডিএমকে নেত্রীর মৃত্যু নিয়ে গঠিত তদন্ত কমিশনে সম্প্রতি হলফনামা দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী শশিকলা। তাতে তিনি জানিয়েছেন, শেষ কয়েক দিন জয়ললিতার ভিডিও তোলা হয়েছিল। কিন্তু অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ রেড্ডির বয়ানে সে কথার সমর্থন মিলছে না।

স‌ংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৮ ০৪:৩৩

জয়ললিতার শেষ কয়েক দিন নিয়ে বিতর্ক থামার কোনও লক্ষণ নেই।

প্রয়াত এডিএমকে নেত্রীর মৃত্যু নিয়ে গঠিত তদন্ত কমিশনে সম্প্রতি হলফনামা দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী শশিকলা। তাতে তিনি জানিয়েছেন, শেষ কয়েক দিন জয়ললিতার ভিডিও তোলা হয়েছিল। কিন্তু অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ রেড্ডির বয়ানে সে কথার সমর্থন মিলছে না।

২০১৬ সালের ডিসেম্বর মাসে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মারা যান জয়ললিতা। প্রতাপ রেড্ডির দাবি, জয়ললিতা থাকার সময়ে হাসপাতালের সব সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখা হয়েছিল। ইনটেনসিভ কেয়ার ইউনিটেও তিনিই ছিলেন একমাত্র রোগী।

তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ঐতিহ্য দখলের লড়াইয়ে ইতিমধ্যেই জড়িয়ে পড়েছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী শশিকলা এবং পনীরসেলভম ও পলানীস্বামীরা। শশিকলা দাবি জানিয়েছেন, জয়ললিতা কিছুটা সুস্থ থাকার সময়েই অন্তত চার বার তাঁর ভিডিও রেকর্ড করা হয়েছিল। এমনকী পনীরসেলভম ও এম থাম্বিদুরাইয়ের মতো নেতারা তাঁর সঙ্গে গিয়ে দেখাও করেছিলেন। কিন্তু ওই দুই নেতা এখন দাবি করছেন, তাঁদের কখনও দেখা করার ছাড়পত্রই দেয়নি হাসপাতাল।

J Jayalalithaa Hospitalisation Apollo Hospitals CCTV Footage জয়ললিতা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy