Advertisement
০৫ মে ২০২৪

প্রজাপতি খুনে অমিতের নাম, আক্রমণ রাহুলের

যদিও প্রমাণের অভাবে ইতিমধ্যেই অমিত শাহ ও ওই পুলিশ অফিসারদের ওই মামলা থেকে খালাস করে দিয়েছে আদালত।  

অমিত শাহ

অমিত শাহ

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ০৩:৩৫
Share: Save:

শোহরাবুদ্দিন হত্যা মামলার প্রধান সাক্ষী তুলসীরাম প্রজাপতি হত্যার পিছনে আদালতে মূল ষড়যন্ত্রকারী হিসাবে অমিত শাহের নাম নিয়েছিলেন তদন্তকারী অফিসার সন্দীপ তামগাড়ে। অবসরপ্রাপ্ত ওই আইপিএস অফিসার আদালতকে জানান, তদন্তে দেখা যায় ওই হত্যার পিছনে মূল ষড়যন্ত্র ছিল অমিত শাহ, গুজরাত পুলিশের প্রাক্তন ডিজি বানজারা ও রাজস্থান পুলিশের আইপিএস অফিসার এম এন দীনেশের। যদিও প্রমাণের অভাবে ইতিমধ্যেই অমিত শাহ ও ওই পুলিশ অফিসারদের ওই মামলা থেকে খালাস করে দিয়েছে আদালত।

কিন্তু সন্দীপের বয়ানে অমিত শাহের নাম উঠে আসায় বিজেপি শিবিরকে আক্রমণ করার সুযোগ ছাড়েননি রাহুল। আজ তিনি বলেন, ‘‘গীতা বলেছে সত্য থেকে পালানো অসম্ভব। বরাবর তাই হয়ে এসেছে। সন্দীপ তামাগাড়ে আদালতে প্রধান চক্রী হিসাবে অমিত শাহের নাম নিয়েছেন। অমিত শাহ বিজেপির মতো দলের সভাপতি হওয়ারই যোগ্য।’’ দলের সভাপতিকে আক্রমণ শানাতেই পাল্টা সমালোচনায় নামেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

রাহুলকে ‘মিথ্যা বলার মেশিন’ বলে মন্তব্য করে স্মৃতির টুইট, ‘রাহুল গাঁধী ফের স্বমহিমায়। রাহুল খুব ভাল করেই জানেন যে ২০১৪ সালে আদালত অমিত শাহকে অভিযোগ থেকে মুক্ত করে দেয়। আদালত এ-ও জানায়, রাজনৈতিক কারণেই অমিতভাইকে ফাঁসানো হয়েছিল। ইউপিএ সরকারের কার নির্দেশে সে সময়ে রাজনৈতিক ভাবে তাঁকে নিশানা বানানো হয়েছিল তা বরং খোলসা করুক রাহুল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sandip Tamgare Amit Shah Rahul Gandhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE