স্টাফ সিলেকশন কমিশনের কেন্দ্রীয় সরকারের চাকরিতে নিয়োগের পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষার্থীরা রবিবার রামলীলা ময়দানে বিক্ষোভ দেখিয়েছিলেন। তাতে দিল্লি পুলিশ লাঠি চালানো ও পরীক্ষার্থীদের আটক করার পথ নেওয়ায় আজ বিষয়টি নিয়ে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের অভিযোগ, তরুণ প্রজন্ম নিজেদের রোজগারের অধিকার চাইতে গিয়েছিলেন, মিলল লাঠি! পরীক্ষার্থীদের অভিযোগ, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় অনিয়ম হচ্ছে। মধ্যপ্রদেশের ‘ব্যপম’ কেলেঙ্কারিতে জড়িত বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে যাঁরা নজরদারি করছেন, তাঁরা অনিয়মে যুক্ত। গত ২৪ জুলাই থেকে ১ অগস্ট কমিশনের যে পরীক্ষা হয়েছিল, তাতে নানা সমস্যা হয়েছে। এর পরে ৬ অগস্টের পরীক্ষাতেও অনিয়মের অভিযোগ উঠেছে।
আজ কমিশনের চেয়ারম্যান এস গোপালকৃষ্ণণ বলেন, ‘‘পরীক্ষায় বেআইনি কাজকারবার রুখতে বেশ কিছু রদবদল হয়েছে। চারটি সংস্থা পরীক্ষার সঙ্গে যুক্ত। কোনও সংস্থা গন্ডগোল করলে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। কিছু প্রশ্নে ভুল ছিল বলে অভিযোগ মিলেছে। আমি আত্মবিশ্বাসী, ভবিষ্যতে মসৃণ ভাবে পরীক্ষা হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)