E-Paper

মানেসরে বিস্ফোরণ-সংক্রান্ত তথ্যভান্ডারের উদ্বোধনে শাহ

জাতীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাউজ় ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (এনআইডিএমএস)-তথ্যভান্ডারের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নিয়ে গত ছ’বছর ধরে বিস্ফোরক ও বিস্ফোরণ সংক্রান্ত ওই তথ্যভাণ্ডার গড়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ০৫:৫৩
অমিত শাহ।

অমিত শাহ। — ফাইল চিত্র।

সদ্য বিস্ফোরণের সাক্ষী থেকেছে রাজধানী। এই আবহে আজ জাতীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাউজ় ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (এনআইডিএমএস)-তথ্যভান্ডারের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নিয়ে গত ছ’বছর ধরে বিস্ফোরক ও বিস্ফোরণ সংক্রান্ত ওই তথ্যভাণ্ডার গড়া হয়েছে। যা ভবিষ্যতে দেশের হয়ে সন্ত্রাসবিরোধী কবচ হিসেবে কাজ করবে।

ন্যাশনাল সিকিয়োরিটি গার্ড (এনসিজি)-এর সদর দফতর হরিয়ানার মানেসরে থাকা ওই তথ্যভান্ডারের ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আজ উদ্বোধন করেন শাহ। তিনি বলেন, ‘‘ওই তথ্যভান্ডারে ১৯৯৯ সাল থেকে হওয়া বিভিন্ন বিস্ফোরণ, বিস্ফোরণে কী ধরনের পদার্থ ব্যবহার হয়েছে, বিস্ফোরক কী ভাবে বানানো হয়েছে, কোন সংগঠন সাধারণত ওই ধরনের বিস্ফোরক ব্যবহার করে, কোন ধরনের বিস্ফোরকে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়— সে সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে ওই ভান্ডারে।’’ কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি, বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনীও ওই তথ্যভান্ডার ব্যবহার করতে পারবে।

পরে আজ সন্ধ্যায় নার্কো কো-অর্ডিনেশন সেন্টার (এনসিওআরডি)-এর বৈঠকে শাহ অমৃতসরে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর একটি শাখার উদ্বোধন করেন। বৈঠকে তিনি সরকারের সমস্ত মন্ত্রককে ২০২৯ সাল পর্যন্ত মাদকের বিরুদ্ধে কী ভাবে লড়া সম্ভব তা নিয়ে একটি রোডম্যাপ তৈরির নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘মোদী সরকারের আমলে গত ১১ বছরে ১.৭১হাজার কোটি টাকার মাদক ধরা পড়েছে। জনসচেতনতাই একমাত্র মাদক মুক্ত ভারত গড়ে তুলতে পারে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Amit Shah BJP Central Government IED Blast

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy