রাফাল চুক্তির সরকারি ঘোষণার সপ্তাহদু’য়েক আগেই প্যারিসে গিয়ে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী জঁ-ইয়েভেস লে দ্রিয়াঁর সঙ্গে দেখা করে এসেছিলেন শিল্পপতি অনিল অম্বানী। ওই সময় ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর অফিসে তাঁর দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকও হয় অনিলের। সেটা ছিল ২০১৫ সালের মার্চের চতুর্থ সপ্তাহ। তার দু’-এক দিনের মধ্যেই ২৮ মার্চ অনিলের নতুন সংস্থা ‘রিলায়্যান্স ডিফেন্স’-এর গোড়াপত্তন হয়।
সর্বভারতীয় ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত একটি তদন্তমূলক প্রতিবেদন এ কথা জানিয়েছে। ওই বৈঠকের পর দু’টি সপ্তাহ কাটতে না কাটতেই এপ্রিলের মাঝামাঝি প্যারিসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তদানীন্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অঁল্যাদ যৌথ ভাবে ঘোষণা করেন, ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে ভারতের চুক্তি হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী মোদী যে অনিল অম্বানীদের দালাল হিসেবে কাজ করেছেন, সেটাই প্রমাণিত হল।’’
ওই তদন্তমূলক প্রতিবেদনটি জানিয়েছে, আর কিছু দিন পরেই রাফাল চুক্তি হবে আর তার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে, সেটা জেনেই মার্চের চতুর্থ সপ্তাহে প্যারিসে গিয়েছিলেন অনিল অম্বানী। নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী প্যারিসে গিয়েছিলেন ২০১৫-র ৯ এপ্রিল। তিন দিনের সফরে ১১ এপ্রিল পর্যন্ত ফ্রান্সে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।