বিশ্বের কনিষ্ঠতম কম্পিউটার প্রোগামার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করল আমদাবাদের আরহাম ওম তালসানিয়া। তাঁর বয়স মাত্র ৬ বছর। দ্বিতীয় শ্রেণিতে পড়ে আরহাম। পাইথন প্রোগামিং ল্যাঙ্গুয়েজ-এ পাশা করে এই কৃতিত্ব অর্জন করেছে সে। এর আগে মাইক্রোসফট সার্টিফিকেশন পরীক্ষাও পাশ করেছে আরহাম।
এত অল্প বয়সে কী ভাবে এই কৃতিত্ব অর্জন করল সে? তাঁর অনুপ্রেরণাই বা কে?
এ প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই-কে আরহাম বলেছে, “বাবা আমাকে কোডিং শিখিয়েছে। ২ বছর বয়স থেকেই ট্যাব ব্যবহার করা শুরু করি। ৩ বছর বয়সে জানতে পারি বাবা পাইথন প্রোগামিং নিয়ে কাজ করছে। বাবা-ই আমার অনুপ্রেরণা।” তখন থেকেই পাইথন প্রোগামিং শেখা শুরু। এমনটাই জানিয়েছে আরহাম।