Army Chief Bipin Rawat says, Dirty War Has to Be Fought With Innovative Ways-dgtl
National News
‘পাথর না ছুড়ে ওরা গুলি করলেই আমাদের সুবিধা হতো’
সেনাপ্রধান রাওয়াত বলেছেন, ‘‘জনতা আমাদের দিকে ইট, পাথর ছুড়ছে। তারা আমাদের লক্ষ্য করে পেট্রল বোমা ছুড়ছে। আমার জওয়ানরা যদি আমার কাছে জানতে চান, এর পর কী করব? আমি কি ওঁদের বলব, দেখে যাও, সয়ে যাও সব আর মর? তার পর আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা কফিন আর জাতীয় পতাকা নিয়ে আসব আর তোমাদের দেহগুলি তাতে ভরে সেগুলি তোমাদের বাড়িতে পাঠিয়ে দেব, যথাযথ সামরিক মর্যাদা দিয়ে? বাহিনীর প্রধান হিসেবে এটাই কি আমার বলা উচিত?
সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ১৯:৪৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।