Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Rahul Gandhi

Rahul Gandhi: ‘আমাকেও গ্রেফতার করুন’, কেন্দ্রের সমালোচনা করায় দিল্লিতে গ্রেফতারির প্রতিবাদে টুইট রাহুল গাঁধীর

‘মোদীজি, আমাদের সন্তানদের জন্য তৈরি টিকা কেন আপনি বাইরে পাঠাচ্ছেন?’ এই বয়ানে লেখা পোস্টারের কারণে দিল্লিতে গ্রেফতার হতে হয়েছে ১৭ জনকে।

রাহুল গাঁধী

রাহুল গাঁধী ফাইল ছবি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১৭:০৯
Share: Save:

কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্রের সমালোচনা করে পোস্টার দেওয়ায় দিল্লি পুলিশ গ্রেফতার করেছে ১৭ জনকে। পোস্টারে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করা হয়েছিল। আর সেই সমালোচনার সুর ধরেই রাহুল গাঁধী আওয়াজ তুললেন, ‘আমাকেও গ্রেফতার করুন’।

‘মোদীজি, আমাদের সন্তানদের জন্য তৈরি টিকা কেন আপনি বাইরে পাঠাচ্ছেন?’ এই বয়ানে লেখা পোস্টারের কারণে দিল্লিতে গ্রেফতার হতে হয়েছে ১৭ জনকে। সেই ঘটনাকে উল্লেখ করে রাহুল ইংরাজি ও হিন্দিতে লিখলেন, ‘আমাকেও গ্রেফতার করুন’। শুধু দিল্লিতে নয়, বিরোধীরা সারা দেশেই টিকার হাহাকার নিয়ে বারবার বিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকারকে। একাধিক রাজ্য সরকার কেন্দ্রকে পর্যাপ্ত টিকা দেওয়ার আবেদন করে চিঠিও লিখেছে। কিন্তু ক্ষোভ প্রশমিত হয়নি।

দিল্লিতে কেন্দ্র বিরোধী পোস্টার দেওয়ার জন্য গ্রেফতারির খবর আসার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন অন্য কংগ্রেস নেতৃত্বও। কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি টুইটারে লিখেছেন, ‘আপনারা কোন ক্ষমতা, কোন আইন, কোনও কর্তৃত্বের দাপটে আপনার বিরুদ্ধে পোস্টার দেওয়া মানুষগুলোকে গ্রেফতার করতে পারেন’? একই ভাবে কেন্দ্রীয় সরকারকে সমালোচনায় বিদ্ধ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। তিনি লিখেছেন, ‘ভারত স্বাধীন দেশ। এখানে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। একমাত্র, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলা ছাড়া। সেই কারণেই দিল্লির পুলিশ এতজনকে গ্রেফতার করেছে’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi COVID 19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE