Advertisement
০৮ নভেম্বর ২০২৪

অরুণাচল প্রদেশের রাজ্যপাল বরখাস্ত

বরখাস্ত করা হল অরুণাচল প্রদেশের রাজ্যপাল জে পি রাজখোয়াকে। অরুণাচলে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। পরে সেই সিদ্ধান্ত খারিজ করে সুপ্রিম কোর্ট।

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪১
Share: Save:

বরখাস্ত করা হল অরুণাচল প্রদেশের রাজ্যপাল জে পি রাজখোয়াকে। অরুণাচলে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। পরে সেই সিদ্ধান্ত খারিজ করে সুপ্রিম কোর্ট। কোর্টের সমালোচনার পরেই রাজ্যপাল পদ থেকে সরে যেতে রাজখোয়াকে ঘরোয়া ভাবে বার্তা দিচ্ছিল নরেন্দ্র মোদী সরকার। কিন্তু স্বেচ্ছায় ইস্তফা দেবেন না বলে জানিয়ে দেন তিনি। বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এর পরেই সোমবার রাজখোয়াকে পদ থেকে সরিয়ে দেন রাষ্ট্রপতি। পরিবর্তে অস্থায়ী ভাবে রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে মেঘালয়ের রাজ্যপালকে। এর আগে মিজোরামের দু’জন রাজ্যপাল আজিজ কুরেশি ও কমলা বেনিওয়ালকেও বরখাস্ত করা হয়েছিল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE