সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার বিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হল দিল্লিতে। উড়ানটি যখন মাঝ-আকাশে তখন যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ওড়ার কিছু ক্ষণের মধ্যেই সেই গোলযোগ ধরা পড়ায় বিমানটিকে আবার ঘুরিয়ে দিল্লিতে নিরাপদে অবতরণ করানো হয়। জানা গিয়েছে উড়ানটিতে ১৯০ জন যাত্রী ছিলেন। সকলেই সুরক্ষিত আছেন।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই ২৩৮০ উড়ানটি রানওয়ে ছেড়ে ওড়ার কিছু ক্ষণ পরেই অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট (এপিইউ)-এ আগুন লাগার সঙ্কেত মেলে। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান বিমানকর্মীরা। পাইলটও বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চান। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি) থেকে সবুজ সঙ্কেত পেয়েই বিমানের মুখ ঘুরিয়ে আবার দিল্লিতে নিয়ে আসেন পাইলট। তার পর নিরাপদে বিমানটিকে অবতরণ করান। তবে বিমানটি ওড়ার পর এক ঘণ্টার মতো আকাশে ছিল বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
এই গোলযোগের কথা স্বীকার করেছেন এয়ার ইন্ডিয়ার মুখপাত্র। তিনি জানিয়েছেন, পাইলট এবং বিমানকর্মীদের তৎপরতায় বিমানটিকে নিরাপদে নামিয়ে আনা হয়। তিনি বলেন, ‘‘দিল্লিতে বিমানটি নিরাপদে অবতরণ করেছে। আমাদের গ্রাউন্ড স্টাফেরা প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন। যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে। তাঁদের অন্য একটি বিমানে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করানো হয়েছে।’’ তবে এই যান্ত্রিক ত্রুটি এবং যাত্রিভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছেন বিমান সংস্থার মুখপাত্র। জানা গিয়েছে, বুধবার রাত ১টা নাগাদ বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছিল।