ফের বিমান দুর্ঘটনা! জরুরি অবতরণের সময় ভেঙে পড়ল যাত্রিবাহী ছোট বিমান। শনিবার দুপুরে ওড়িশার রাউরকেলার অদূরে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী-সহ ছয় জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন সূত্রে খবর, শনিবার রাউরকেলা থেকে ১০ কিলোমিটার দূরে জলদায় একটি বেসরকারি বিমানসংস্থার ছোট বিমান সি-২০৮ দুর্ঘটনার কবলে পড়ে। ন’টি আসনবিশিষ্ট ওই বিমানে চার জন যাত্রী এবং দু’জন ক্রু সদস্য ছিলেন। বিমান ভেঙে পড়ায় সকলেই আহত হন। ওড়িশার বাণিজ্য ও পরিবহণমন্ত্রী বিবি জেনা বলেন, ‘‘ভুবনেশ্বর থেকে রাউরকেলাগামী ওই বিমানে মোট ছ’জন ছিলেন। তাঁরা আহত হয়েছেন। তবে কারও আঘাত গুরুতর নয়। আপাতত সকলের অবস্থা স্থিতিশীল।’’
আরও পড়ুন:
বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টর প্রসন্ন প্রধান জানিয়েছেন, ইন্ডিয়া ওয়ান এয়ারলাইন্সের ওই বিমানটি ভুবনেশ্বর থেকে রাউরকেলার দিকে যাচ্ছিল। জানা গিয়েছে, অবতরণের কিছু ক্ষণ আগে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। বিপদ বুঝে ‘মে ডে’ কলও দেন পাইলট। কিন্তু জরুরি অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছোয় উদ্ধারকারী দল এবং দমকল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে বিষয়টি অসামরিক বিমান চলাচল দফতরের ডিরেক্টর জেনারেলকে জানানো হয়েছে। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।