Advertisement
E-Paper

বাবুলে পঞ্চমুখ অশোক

বিজেপি-র মন্ত্রী হলেও শিলিগুড়ির উন্নয়নের জন্য বাবুল সুপ্রিয়র সঙ্গে বৈঠক করলেন সিপিএমের অশোক ভট্টাচার্য। বাবুলও আশ্বাস দিলেন, উন্নয়নের প্রশ্নে রাজনীতি হবে না। শুধু উন্নয়নে সহযোগিতাই নয়, পশ্চিমবঙ্গে যে সব পুরসভায় বিরোধী দল ক্ষমতাসীন, সেগুলির সঙ্গে রাজ্য সরকার বিজেপির মন্ত্রী হলেও শিলিগুড়ির উন্নয়নের জন্য বাবুল সুপ্রিয়র সঙ্গে বৈঠক করলেন অশোক ভট্টাচার্য। বাবুলও আশ্বাস দিলেন, উন্নয়নের প্রশ্নে রাজনীতি হবে না। কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে তিনি শিলিগুড়ির উন্নয়নে যে ভাবে যতটা সম্ভব সাহায্য করবেন। অশোকবাবু রীতিমতো অভিভূত। সহযোগিতার আশ্বাসে তো বটেই। তার চেয়ে বেশি বাবুলের ব্যবহারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০৩:১৯
নয়াদিল্লির নির্মাণ ভবনে কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে দেখা করলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। সঙ্গে ছিলেন সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। — নিজস্ব চিত্র

নয়াদিল্লির নির্মাণ ভবনে কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে দেখা করলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। সঙ্গে ছিলেন সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। — নিজস্ব চিত্র

বিজেপির মন্ত্রী হলেও শিলিগুড়ির উন্নয়নের জন্য বাবুল সুপ্রিয়র সঙ্গে বৈঠক করলেন অশোক ভট্টাচার্য। বাবুলও আশ্বাস দিলেন, উন্নয়নের প্রশ্নে রাজনীতি হবে না। কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে তিনি শিলিগুড়ির উন্নয়নে যে ভাবে যতটা সম্ভব সাহায্য করবেন। অশোকবাবু রীতিমতো অভিভূত। সহযোগিতার আশ্বাসে তো বটেই। তার চেয়ে বেশি বাবুলের ব্যবহারে।

শিলিগুড়ির মেয়র আজ বিকেলে নির্মাণ ভবনে বাবুলের দফতরে যান। সঙ্গে সিপিএমের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অশোকবাবু এসেছেন শুনেই নিজের ঘর থেকে বেরিয়ে এসে অশোকবাবুকে জড়িয়ে ধরে ভিতরে নিয়ে যান বাবুল। সাদর অভ্যর্থনা জানিয়ে সোফায় বসান। চা, বিস্কুট ঘোলের সরবত দিয়ে আপ্যায়ন করেন। বৈঠক শেষে মন্ত্রী দোতলার দফতর থেকে নীচে নেমে এসে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে যান।

পশ্চিমবঙ্গে বিরোধী দলগুলির হাতে থাকা পুরসভাগুলির সঙ্গে রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে অভিযোগ অশোকবাবুর। তিনি আজ এখানে সর্বভারতীয় মেয়র কাউন্সিলের বৈঠকে ও পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুলের সঙ্গে বৈঠকে এই প্রসঙ্গ তোলেন। বাবুল তাঁকে আশ্বাস দিয়েছেন, নরেন্দ্র মোদী সরকার উন্নয়নের প্রশ্নে রাজনীতি করে না।

প্রাক্তন পুরমন্ত্রী আশোকবাবু শিলিগুড়ির মেয়র হওয়ার পর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কলকাতায়। কিন্তু দেখা পাননি। পুর দফতরের সচিবের সঙ্গে দেখা করতে গেলে সেখানেও তাঁকে অনেক ক্ষণ বসিয়ে রাখা হয়েছিল বলেও ক্ষোভ রয়েছে অশোকবাবুর। কিন্তু দিল্লিতে এসে বাবুলের ব্যবহারে অশোকবাবু বলেন, ‘‘দীর্ঘদিনের সম্পর্ক। ও আমার ছোটভাইয়ের মতো। দেখে খুব ভাল লাগছে যে ও খুব তাড়াতাড়ি গুড গভর্ন্যান্স শিখে নিয়েছে। আমি অভিভূত।’’

এমন প্রশংসার জন্য বাবুল ধন্যবাদ জানিয়েছেন অশোকবাবকে। বলেছেন, ‘‘উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক মতভেদ বাধা হয়ে দাঁড়াবে না।’’ তবে রাজ্যের মন্ত্রীদের আচরণ ও অসহোযগিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে এ দিন কোনও মন্তব্য করতে চাননি বাবুল।

শিলিগুড়িতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের সাহায্য চেয়েছেন অশোকবাবু। যুক্তি দিয়েছেন, বর্জ্য ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগ ও ধস শিলিগুড়ির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রের নতুন নগর পুনরুজ্জীবন প্রকল্প অম্রুত, স্মার্ট সিটি, সকলের জন্য আবাসন এবং স্বচ্ছ ভারত অভিযানে শিলিগুড়ি কী ভাবে সাহায্য পেতে পারে, সে বিষয়েও বাবুলের সঙ্গে আলোচনা করেন অশোকবাবু। তাঁর অভিযোগ, এত দিন গঙ্গা অববাহিকা উন্নয়ন প্রকল্প থেকে শিলিগুড়িকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়েও বাবুলের সাহায্য চান শিলিগুড়ির মেয়র। বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা নিয়ে কেন্দ্রের কাছে প্রকল্প জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন বাবুল।

Ashok bhattacharya babul supriyo BJP CPM left front
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy