Advertisement
২৫ এপ্রিল ২০২৪

স্নানঘরে পড়ে মৃত্যু শিল্পীর

স্নানঘরে পড়ে গিয়ে মারা গেলেন অসমের খ্যাতনামা ঢোলবাদক প্রসেন বরা। চিকিৎসকদের অবহেলায় তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। এ নিয়ে গত রাত থেকে উত্তপ্ত গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০৩:১৬
Share: Save:

স্নানঘরে পড়ে গিয়ে মারা গেলেন অসমের খ্যাতনামা ঢোলবাদক প্রসেন বরা। চিকিৎসকদের অবহেলায় তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। এ নিয়ে গত রাত থেকে উত্তপ্ত গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল।

পুলিশ জানায়, গতকাল বিকেলে স্নানঘরে পড়ে যান বরা। অনেক রক্তপাত হয়। পরিবারের দাবি, বিকেল ৫টায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও জুনিয়র চিকিৎসকেরা চিকিৎসা করেননি। রক্তের ব্যবস্থাও হয়নি। রাত ৯টায় তাঁর মৃত্যু হয়। বরার পরিজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বচসা শুরু হয়। হাসপাতালের ভিতরে ও বাইরে চলে মারপিট। আজ সকালে দু’পক্ষই ভাঙাগড় থানায় অভিযোগ করে। বরার আত্মীয়দের দুর্ব্যবহারের বিরুদ্ধে জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভ দেখান। হাসপাতালের সুপার রমেন তালুকদার জানান, প্রসেনবাবুর মৃত্যুর পিছনে চিকিৎসার গাফিলতি রয়েছে কি না তা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন। তাঁর পরিবার ও চিকিৎসকদের মধ্যে মারপিটের ঘটনা নিয়েও তদন্ত চলছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হবে।

প্রসেনবাবুর মৃত্যুতে শিল্পী মহলে শোকের ছায়া নেমেছে। রাজ্যের ঢোল বাদনকে বিশ্ব দরবারে নিয়ে যেতে প্রসেনবাবুর নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরে তরুণ গগৈ বলেন, ‘‘মঞ্চ ও চলচ্চিত্রে ঢোলবাদ্যকে আকর্ষণীয় করে তুলে তিনি নতুন প্রজন্মকেও এই শিল্পে আকৃষ্ট করে তুলেছিলেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

prasen bora assam artist doctor tarun gogoi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE