Advertisement
১৬ মে ২০২৪

কার-পাসের নিয়ম কঠোর অসমে

গাড়ি চুরি চক্রের সঙ্গে বিধায়ক রুমি নাথের নাম জড়িয়ে যাওয়ার ঘটনার জেরে অসমের মন্ত্রী-বিধায়কেরা এ বার থেকে ইচ্ছামতো গাড়ির পাস পাবেন না। অভিযোগ উঠেছে, পর পর তিন বছর বড়খোলার বিধায়ক রুমিদেবী গাড়ি চুরি চক্রের পাণ্ডা অনিল চৌহানকে বিধানসভার কার-পাস জোগাড় করে দিয়েছিলেন। অনিল গ্রেফতার হওয়ার পরে বিষয়টি প্রকাশ্যে আসে। এ নিয়ে বিতর্কও হয়। এর পরও দু’টি ক্ষেত্রে আইন-শৃঙ্খলাভঙ্গকারী গাড়িতে বিধানসভার কার-পাস পাওয়া যায়।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৫ ০৩:০৩
Share: Save:

গাড়ি চুরি চক্রের সঙ্গে বিধায়ক রুমি নাথের নাম জড়িয়ে যাওয়ার ঘটনার জেরে অসমের মন্ত্রী-বিধায়কেরা এ বার থেকে ইচ্ছামতো গাড়ির পাস পাবেন না।

অভিযোগ উঠেছে, পর পর তিন বছর বড়খোলার বিধায়ক রুমিদেবী গাড়ি চুরি চক্রের পাণ্ডা অনিল চৌহানকে বিধানসভার কার-পাস জোগাড় করে দিয়েছিলেন। অনিল গ্রেফতার হওয়ার পরে বিষয়টি প্রকাশ্যে আসে। এ নিয়ে বিতর্কও হয়। এর পরও দু’টি ক্ষেত্রে আইন-শৃঙ্খলাভঙ্গকারী গাড়িতে বিধানসভার কার-পাস পাওয়া যায়।

সে দিকে তাকিয়েই বিধানসভার কার-পাস বিতরণ সংক্রান্ত নিয়ম বদলাতে আজ স্পিকারের সঙ্গে বৈঠকে বসেন সমস্ত দলের বিধায়করা। প্রশাসনিক সূত্রে খবর, বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, এ বার থেকে বহিরাগতদের কার-পাস দেওয়ার ক্ষেত্রে তাঁদের চরিত্র শংসাপত্র লাগবে। এত দিন পর্যন্ত দেওয়া সমস্ত কার-পাস বাতিল করার কথা ঘোষণা করেন বিধানসভার প্রধান সচিব গৌরাঙ্গপ্রসাদ দাস।

তিনি জানান, মে মাসের প্রথমে নতুন পাস দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। এ বার পাস দেওয়ার নিয়ম আরও কঠোর করা হবে। মন্ত্রী নিজের গাড়ির জন্য ২টি ও সঙ্গে থাকা সরকারি গাড়ির জন্য পাস পাবেন। বর্তমান সাংসদ ও প্রাক্তন সাংসদরা ১টি করে. বিধায়করা সরকারি গাড়ির জন্য, আমলারা ১টি করে মুখ্য ও প্রধান সচিব ও এজি একটি করে পাস পাবেন। মন্ত্রী, পরিষদীয় সচিব ও বিধায়করা পরিবার বা বন্ধুর জন্য সর্বাধিক ৫টি করে পাস পাবেন। সম্পাদক ও নথিভুক্ত সাংবাদিকরা ১টি করে পাস পাবেন।

এ দিকে, এ দিন রুমি নাথের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আদালতে দাখিল করা হয়। রুমির আইনজীবী দাবি করেছিলেন, রুমির ব্রেন টিউমার রয়েছে। কিন্তু, গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে হওয়া স্বাস্থ্য পরীক্ষায় রুমির মস্তিস্কে টিউমার নয়, পেটে ভ্রূণ থাকার প্রমাণ মেলে। সেই রিপোর্ট ফাঁস হওয়ায় ইতিমধ্যেই মন্ত্রী গিরীন্দ্র মল্লিক কারাগার কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছেন। এ দিন অনিল চৌহানেরও স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। বশিষ্ঠ থানায় অনিলের ৫ দিন হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরে তাকে আজ সিজেএম আদালতে পেশ করা হয়। ফাটাশিল থানা তাকে ৭ দিন ও গড়চুক থানা ৫ দিনের জন্য অনিলকে হেফাজতে চায়। আদালত অনিলকে ৪ দিনের জন্য ফাটাশিল থানার হেফাজতে পাঠায়। অনিলের বিরুদ্ধে ভরলু, পানবাজার, ক্ষেত্রী, গড়চুক থানাতেও অনেক মামলা ঝুলছে। ইতিমধ্যে তাকে আজারা, জালুকবাড়ি, দিসপুর, বশিষ্ঠ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

রুমিদেবীর স্বামী জ্যাকি জাকিরের জামিনের আবেদন নিয়েও এ দিন শুনানি হয়। আদালত ৭ মে কেস ডায়রি জমা দিতে বলেছে। অন্য দিকে অনিল চৌহানের স্ত্রী জেরায় পুলিশকে জানিয়েছেন, দিসপুরের আগের ও সি তথা বর্তমান ডিএসপি মণি শইকিয়া অনিলকে অনেক সাহায্য করেছেন। দিসপুর থানায় মণিবাবুর নামেও মামলা দায়ের করা হয়। এ দিন অভিযুক্ত ডিএসপি আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। আদালত আবেদন মঞ্জু করে। ৭ মে তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE