অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা দাবি করলেন, জ়ুবিন গর্গের মৃত্যু দুর্ঘটনা নয়, একটি ‘সুস্পষ্ট হত্যাকাণ্ড’। গায়ককে এক জন খুন করেছিল এবং খুনিকে সাহায্য করেছিল আরও কয়েক জন। গত আট বছর ধরে জ়ুবিনকে ঘিরে এক গভীর চক্রান্ত চলছিল। তার তদন্ত জারি থাকবে।
আজ বিধানসভায় অন্য কাজ স্থগিত রেখে জ়ুবিনের মৃত্যু প্রসঙ্গ আলোচনায় সম্মতি দেন স্পিকার। কংগ্রেস, সিপিএম, ইউডিএফ ও রাইজর দলের অভিযোগ, মুখ্যমন্ত্রী তদন্তে হস্তক্ষেপ করছেন। ঘটনাস্থলে না গিয়ে চালানো তদন্ত অসম্পূর্ণ। রাইজর দলের বিধায়ক অখিল গগৈ বলেন, সিঙ্গাপুরের অনুষ্ঠানের আয়োজক ছিল বিদেশ মন্ত্রক। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা জ়ুবিনের ঘনিষ্ঠ বন্ধু হলেও তাঁকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। জ়ুবিনকে জল থেকে তোলা প্রমোদতরীর ক্যাপ্টেন, কর্মী ও অ্যাম্বুল্যান্স কর্মীদেরও জিজ্ঞাসাবাদ হয়নি। জবাবে হিমন্ত বলেন, ‘‘৮ ডিসেম্বর চার্জশিট দাখিল হবে। এর পরে ফাস্ট–ট্র্যাক আদালতে বিচারের আবেদন জানানো হবে।’’ তবে বিরোধীদের সিবিআই তদন্তের দাবি নস্যাৎ করেছেন মুখ্যমন্ত্রী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)