দিল্লিতে যাওয়ার পর থেকে গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন অসমের তরুণী। অবশেষে উত্তরাখণ্ডে গঙ্গার তীর থেকে উদ্ধার হল ২০ বছরের রশ্মিতা হোজাইয়ের দেহ। কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট এলে বোঝা যাবে মৃত্যুর কারণ।
রশ্মিতা অসমের ডিমা হাসাও জেলার বাসিন্দা। জুনের শুরুতে দিল্লি গিয়েছিলেন তিনি। সেখানে রেলওয়ে নিয়োগ বোর্ড (আরআরবি)-এর পরীক্ষায় বসার কথা ছিল তাঁর। কিন্তু ৫ জুন দিল্লিতে পৌঁছোনোর পরেই রশ্মিতার সঙ্গে আর যোগাযোগ করতে পারছিল না তাঁর পরিবার।
আরও পড়ুন:
একটি সূত্র বলছে, রশ্মিতার সঙ্গে যে দু’জনকে শেষ বার দেখা গিয়েছিল, তাঁরাই উত্তরাখণ্ডের থানায় গিয়ে তরুণীর নিখোঁজ হওয়ার খবর দেন। এর পরেই পুলিশ পাউরিতে গঙ্গার পার থেকে রশ্মিতার দেহ উদ্ধার করে। তিনি দিল্লি থেকে উত্তরাখণ্ড কী ভাবে গেলেন, তা এখন ভাবাচ্ছে পুলিশকে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ। রশ্মিতার পরিবার তদন্তের দাবি তুলেছে।