Advertisement
E-Paper

৭০ লাখি বিএমডব্লিউ কিনবে না লোকপাল! বাতিল করল দরপত্র ডাকার বিতর্কিত সিদ্ধান্ত

গত বছরের ১৬ অক্টোবর লোকপালের তরফে বিএমডব্লিউ কেনার দরপত্রের জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। লোকপালের এই সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে। বিরোধীদের অভিযোগ, লোকপালের মতো প্রতিষ্ঠান বিলাসিতা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৮:৫৩
Lokpal scraps controversial tender to buy seven BMW cars

বিএমডব্লিউ কেনা নিয়ে পুরনো সিদ্ধান্ত স্থগিত করল লোকপাল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সাতটি বিলাসবহুল বিএমডব্লিউ কেনার দরপত্র (টেন্ডার) বাতিল করল দুর্নীতিদমন কর্তৃপক্ষ লোকপাল। সাতটি বিলাসবহুল বিএমডব্লিউ কেনার সিদ্ধান্ত নিয়েছিল তারা, যার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। সেই জন্য টেন্ডারও ডাকা হয়েছিল। তবে লোকপালের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতে জোর আলোচনা শুরু হয়। বিরোধীদের প্রশ্নের মুখেও পড়ে লোকপাল। সেই আবহে নতুন বছরের প্রথম দিন বিতর্কিত টেন্ডার বাতিলের সিদ্ধান্ত নিল তারা।

সংশ্লিষ্ট কর্তারা জানিয়েছেন, লোকপালের পূর্ণাঙ্গ বেঞ্চের প্রস্তাবেব ভিত্তিতে বিএমডব্লিউ কেনার টেন্ডার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের ১৬ অক্টোবর লোকপালের তরফে বিএমডব্লিউ কেনার দরপত্রের জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই নথিতে উল্লেখ ছিল, ‘‘ভারতের লোকপাল সাতটি বিএমডব্লিউ ৩ সিরিজ় ৩৩০ লি গাড়ি সরবরাহের জন্য স্বনামধন্য সংস্থাগুলির থেকে দরপত্র আহ্বান করেছেন।’’ দাবি, গাড়ির রংও সাদা হতে হবে বলে নথিতে লেখা হয়েছে।

উল্লেখ্য, দেশে এই মুহূর্তে লোকপালের প্যানেল সাত সদস্যের। চেয়ারপার্সন ছাড়া আর ছয় সদস্য রয়েছেন তাতে। প্রত্যেকের জন্য একটি বিএমডব্লিউ কেনার প্রস্তাব দেওয়া হয়। যে গাড়িগুলির কথা বলা হয়েছিল, সেগুলির প্রত্যেকটির দাম রেজিস্ট্রেশন-সহ যাবতীয় খরচ মিটিয়ে প্রায় ৭০ লাখের মতো। সেই হিসাবে সাতটি গাড়ির দাম হওয়া উচিত অন্তত পাঁচ কোটি টাকা। নথিতে এ-ও উল্লেখ ছিল, বরাত দেওয়ার দু’সপ্তাহের মধ্যে সাতটি গাড়ি যাতে দিল্লির বসন্তকুঞ্জের অফিসে পৌঁছে দেওয়া হয়!

লোকপালের এই সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে। বিরোধীদের অভিযোগ, লোকপালের মতো প্রতিষ্ঠান বিলাসিতা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে। অনেকে আবার এই টেন্ডার বাতিল করে বিএমডব্লিউ-র পরিবর্তে বৈদ্যুতিন গা়ড়ি ব্যবহারের পরামর্শ দেন। দেশের বিভিন্ন মহলে বিরোধিতার পর এ বার বিতর্কিত সেই টেন্ডার বাতিলের সিদ্ধান্ত নিল লোকপাল।

BMW Lokpal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy