কাছাড় কাগজ কল শীঘ্র খুলবে। সে জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে আজ এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় ভারী শিল্প সচিব গিরিশ শঙ্কর।
মূলত কাগজ কল নিয়েই দু’জনের মধ্যে আজ দিল্লিতে বৈঠক হয়। মুখ্যমন্ত্রী অসমের দু’টি রাষ্ট্রায়ত্ত্ব কাগজ কলের দুরবস্থা নিয়ে তাঁর কাছে জানতে চান। এর আগেও যে তিনি কাছাড় কাগজ কলের সমস্যা মিটিয়ে পুনরায় চালু করা এবং নগাঁও কাগজ কলের উতপাদন ক্ষমতা বাড়ানোর দাবি করেছিলেন, জানান সে কথাও। জবাবে গিরিশ শঙ্কর জানান, দু’টি কাগজকলের জন্য ৮০০ কোটি টাকা মঞ্জুরের প্রস্তাব নেওয়া হয়েছে। এখন সেই প্রস্তাবে প্রয়োজনীয় অনুমোদনের পরই মঞ্জুরি মিলবে। সোনোয়াল কেন্দ্রীয় ভারী শিল্প সচিবকে জানিয়ে দিয়েছেন, কাগজকল দু’টিকে ঠিকঠাক চালিয়ে যেতে রাজ্য সরকার বাঁশ ও কয়লার উপর থেকে ভ্যাট প্রত্যাহার করে নেবে।
মুখ্যমন্ত্রী আজ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস সচিব কে ডি ত্রিপাঠীর সঙ্গেও কথা বলেন। রাজ্যের চা বাগানগুলিতে অনিয়মিত গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে তিনি অভিযোগ জানান। সেই আলোচনায় ওএনজিসি-র সিএমডি ডি কে শরাফ এবং অয়েলের সিএমডি উৎপল বরাও অংশ নেন। মুখ্যমন্ত্রী তাঁদের সংস্থায় দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪০ বছর করার আর্জি জানান। সোনোয়ালের সঙ্গে ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি, তিন সাংসদ কামাখ্যাপ্রসাদ তাসা, রামেশ্বর তেলি ও রমেন ডেকা।