Advertisement
০২ মে ২০২৪

ডাইনি প্রথা রুখতে ভিডিও অসমে

ডাইনি অপবাদে অত্যাচার ও খুন রুখতে কঠোর আইন প্রণয়নে গত বছর অগস্ট মাসে বিল পাশ হয়েছিল অসম বিধানসভায়।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৮ জুন ২০১৬ ০৩:২৬
Share: Save:

ডাইনি অপবাদে অত্যাচার ও খুন রুখতে কঠোর আইন প্রণয়নে গত বছর অগস্ট মাসে বিল পাশ হয়েছিল অসম বিধানসভায়। কিন্তু ১০ মাস পরও আইন প্রণয়ন সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি। স্বরাষ্ট্র দফতরের গাফিলতিতেই এমন কাণ্ড বলে অভিযোগ তুলেছে ডাইনিপ্রথা ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়াই করা সংগঠনগুলির। পুলিশও জানিয়েছে, নতুন আইন লাগু না হওয়ায় ডাইনি প্রথার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা যাচ্ছে না। এমন পরিস্থিতি ডাইনিপ্রথার বিরুদ্ধে গানের অ্যালবাম প্রকাশ করতে চলেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

আজ সকালে বিশ্বনাথ জেলার হালধিবাড়ি বড়োগাঁওতে মাধব বরুয়া নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে নামঘরে টেনে আনে পড়শিরা। গ্রামবাসীদের অভিযোগ, তাঁর কালোযাদুর জন্য গ্রামে অসুস্থতা বাড়ছে। দীর্ঘক্ষণ তাঁকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সংবাদকর্মীরা গিয়ে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়েন। শেষ পর্যন্ত বিরাট পুলিশ বাহিনী তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অন্য দিকে, কামরূপের একটি গ্রামে ১৩ দিন ধরে অনশনে থাকা এক মহিলা নিজেকে ‘মহাদেবের অবতার’ বলে প্রচার করছেন। অন্ধবিশ্বাসী গ্রামবাসীরা তার পুজো করছেন। এমনকী তৈরি করে দিয়েছেন মন্দিরও।

ডাইনিপ্রথার বিরুদ্ধে লড়াই চালানো দিব্যজ্যোতি শইকিয়া বলেন, ‘‘বিশ্বনাথের বিভিন্ন গ্রাম অন্ধবিশ্বাসের আঁতুড়ঘর। কিন্তু স্থানীয় প্রশাসনের কাছে সাহায্য চেয়েও মিলছে না। আমরা শোনিতপুরের বিভিন্ন গ্রামে সচেতনতা অভিযান চালালেও বিশ্বনাথে তা করতে পারিনি।’’

ডাইনিপ্রথা ও অন্ধবিশ্বাস রোধে আনা বিল পাশ হওয়ার পরেও আইন রূপায়িত না হওয়ার দায় সরকারের উপরে চাপিয়ে দিব্যবাবুর আর্জি— নতুন সরকার অবিলম্বে ওই আইন প্রণয়নে ব্যবস্থা নিক। গ্রেফতার হওয়া ও মোটা টাকা জরিমানা হওয়ার সাজা হলে অপরাধ কমতে বাধ্য। তিনি আরও বলেন, ‘‘নতুন সরকার পরিবেশ সংরক্ষণ পাঠ্যক্রমে বাধ্যতামূলক করার পাশাপাশি অন্ধবিশ্বাস দূর করার বিষয়টিও মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমের অংশ করলে ভাল হয়। কারণ গোড়া থেকেই কুসংস্কারের বিরুদ্ধে মন তৈরি করা উচিত।’’ তাঁর সংগঠনের তরফে ডাইনি প্রথার বিরুদ্ধে এ বার গান ও ভিডিও অ্যালবাম বের করছে। ইতিমধ্যে দিব্যজ্যোতির লেখা এবং তরালি শর্মা, জুবিন গর্গ, দীক্ষু ও বিদ্যাগারের গাওয়া ছ’টি গানের অ্যালবাম ‘জাগা জনতা, জগুয়া মানবতা’ (জাগো জনতা, জাগাও মানবতা) উদ্বোধন করা হয়েছে। তা শীঘ্রই এফএম চ্যানেলগুলিতে বাজবে। টিভিতে দেখানো হবে ভিডিওটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

witch video assam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE