নোবেল ফিরিয়ে দেওয়া উচিত আউং সান সু-চি-র। মায়ানমারে রোহিঙ্গাদের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে শুক্রবার সাংবাদিক সম্মলনে এ কথা বলেন নোবেলজয়ী ভারতীয় কৈলাস সত্যার্থী। তাঁর দাবি, যদি সম্ভব হত, তা হলে তিনি নিজেই সু চি-কে বলতেন নোবেল ফিরিয়ে দিতে।
আরও পড়ুন: গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে উঠে এল ‘সনাতন সংস্থা’-র নাম
সু-চি-কে দেওয়া ‘ফ্রিডম অব অক্সফোর্ড’ সম্মান সম্প্রতি ফিরিয়ে নিয়েছে ব্রিটিশ সিটি কাউন্সিল। ১৯৯৭ সালে গণতন্ত্রের জন্য লড়াইয়ের স্বীকৃতি স্বরূপ ওই সম্মান পেয়েছিলেন সরকারের স্টেট কাউন্সিলর সু চি। সম্মান ফিরিয়ে নেওয়ার কারণ হিসাবে অক্সফোর্ড সিটি কাউন্সিল জানিয়েছে, তিনি আর ওই সম্মানের উপযুক্ত নন। মায়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন নিয়ে নীরব ভূমিকার কারণেই তাঁর ওই সম্মান ফিরিয়ে নেওয়া হচ্ছে।