Advertisement
০৮ মে ২০২৪

করিমগঞ্জে দলীয় নেতাকে তাড়ালেন আজমল

ভোটগণনার দু’দিন আগে দলবিরোধী কাজের অভিযোগে করিমগঞ্জ জেলা ইউডিএফ সভাপতিকে নির্বাসিত করলেন বদরুদ্দিন আজমল। একইসঙ্গে ৬ বছরের জন্য বরখাস্ত করা হয়েছে যুব ইউডিএফ সভাপতি, দলের কেন্দ্রীয় কমিটির উপ-সভাপতিকে।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ১৭ মে ২০১৬ ০৩:০৬
Share: Save:

ভোটগণনার দু’দিন আগে দলবিরোধী কাজের অভিযোগে করিমগঞ্জ জেলা ইউডিএফ সভাপতিকে নির্বাসিত করলেন বদরুদ্দিন আজমল। একইসঙ্গে ৬ বছরের জন্য বরখাস্ত করা হয়েছে যুব ইউডিএফ সভাপতি, দলের কেন্দ্রীয় কমিটির উপ-সভাপতিকে।

আজ করিমগঞ্জের নিলামবাজারে এ কথা ঘোষণা করেন আজমল। করিমগঞ্জের জেলা ইউডিএফ সভাপতি আব্দুল মালিক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিধানসভা নির্বাচনে দলের পক্ষে কাজ করেননি। যুব ইউডিএফ সভাপতি মইনুল হকের বিরুদ্ধেও দলবিরোধী কাজের অভিযোগ ছিল। দলীয় সূত্রে খবর, উত্তর করিমগঞ্জ আসনে দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের ময়দানে নামায় দলের কেন্দ্রীয় উপ-সভাপতি নজরুল ইসলাম চৌধুরীকেও বরখাস্ত করলেন আজমল। করিমগঞ্জ জেলা ইউডিএফে প্রার্থীকেন্দ্রিক সংঘাত কয়েক দিন ধরেই চলছিল। জেলা সভাপতি আব্দুল মালিক চৌধুরী বদরপুর এবং পাথারকান্দি বিধানসভা আসনে দলীয় টিকিট প্রত্যাশা করেন। কিন্তু তাঁকে তা দেওয়া হয়নি। জেলা সভাপতির আত্মীয় আব্দুল আজিজকে বদরপুরে মনোনয়ন দেওয়ার পর তা নিয়ে প্রশ্ন তোলেন জেলা সভাপতি। দলের তরফ থেকে তাঁকে শো-কজ করা হয়েছিল। কিন্তু উত্তরে সন্তুষ্ট হননি আজমল। তাঁর স্থলাভিষিক্ত করা হয় আজিজুর রহমান তালুকদারকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Karimganj Azmal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE