Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Child Death in Odisha

জল ভেবে ভুল করে ডিজেল পান, দেড় বছরের শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

জল মনে করে ভুল করে ডিজেল পান করায় মৃত্যু দেড় বছরের এক শিশুর। এই ঘটনাটি ঘটে ওড়িশার বালেশ্বরে।

বোতলে জল রয়েছে ভেবে ডিজেল পান করে মৃত্যু হয় এক দেড় বছর বয়সি শিশুর।

বোতলে জল রয়েছে ভেবে ডিজেল পান করে মৃত্যু হয় এক দেড় বছর বয়সি শিশুর। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ভুবনেশ্বর শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ১৬:৩৮
Share: Save:

জল মনে করে ভুল করে ডিজেল পান করায় মৃত্যু এক দেড় বছর বয়সি শিশুর। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও বাঁচানো যায়নি তাঁকে। ঘটনাটি ওড়িশার বালেশ্বরের। পুলিশ সূত্রের খবর, সেই সময় বাচ্চাটির বাবা গাড়ি মেরামত করছিলেন। তিনিই বোতলের মধ্যে ডিজেল ভরে রেখেছিলেন। ওই ঘরেই মধ্যে খেলে বেড়াচ্ছিল তাঁর শিশুপুত্রটি। বোতলের মধ্যে জল রয়েছে মনে করে ভুল করে ডিজেল পান করে ফেলে সে। কয়েক মিনিট পর বমি শুরু হয় তার।

সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় ভুবনেশ্বরের এমস হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু সেখানেও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালেই মারা যায় সে।

হাসপাতালের এক চিকিৎসক বলেন, ‘‘এটি মর্মান্তিক ঘটনা। বাচ্চাটির বাবা খেয়াল না করে বোতলটি খোলা অবস্থায় রেখে দিয়েছিলেন, বাচ্চাটিও কিছু না বুঝে তা পান করে নেয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

child Odisha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE