Advertisement
E-Paper

কাগজকলে অনশন পাঁচগ্রামে

পাঁচগ্রামে কাছাড় কাগজকলে দ্রুত উৎপাদন শুরু করা, বরাকের বেহাল রাস্তার মেরামতির পাশাপাশি একগুচ্ছ দাবির সমর্থনে অনশনে সামিল হয়েছেন বরাক ডেভেলপমেন্ট পরিষদ (বিডিপি) সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫৭

পাঁচগ্রামে কাছাড় কাগজকলে দ্রুত উৎপাদন শুরু করা, বরাকের বেহাল রাস্তার মেরামতির পাশাপাশি একগুচ্ছ দাবির সমর্থনে অনশনে সামিল হয়েছেন বরাক ডেভেলপমেন্ট পরিষদ (বিডিপি) সদস্যরা।

আজ সকাল থেকে হাইলাকান্দির পাঁচগ্রামে অনশনে বসেছেন তাঁরা। পাচগ্রামে জাতীয় সড়কের পাশে শামিয়ানা টাঙানো হয়েছে। বিডিপি-র কেন্দ্রীয় কমিটির সভাপতি হিবজুর রহমান বড়ভুঁইঞার নেতৃত্বে আন্দোলনকারীরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তোপের মুখ ছিল অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, পুর্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দিকেও।

অনশনমঞ্চে হাজির হয়ে বড়খলার প্রাক্তন বিধায়ক রুমি নাথ বলেন, ‘‘বরাকে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, তাঁর সরকার অসমে বিধানসভা ভোটের পরই পাঁচগ্রাম কাগজকলে ফের উৎপাদন শুরু করবে। কিন্তু অসমে নতুন সরকারের ১০০ দিন পূর্ণ হওয়ার পরও কাগজকল অন্ধকারেই পড়ে রয়েছে।’’

এ নিয়ে তিনি পূর্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের তীব্র সমালোচনা করেন। রুমিদেবী বলেন, ‘‘বরাকের বেহাল রাস্তাগুলিই চোখে আঙুল দিয়ে মন্ত্রী হিসেবে পরিমলবাবুর ব্যর্থতা দেখিয়ে দিচ্ছে।’’ এ দিন বিডিপির অনশন কর্মসূচিতে
যোগ দিয়ে প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ, আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন লস্কর কাগজকল দ্রুত চালু করার দাবি তোলেন।

বরাক ডেভেলপমেন্ট পরিষদের নেতা হিবজুর রহমান বড়ভুঁইঞা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। বরাকের রাস্তা নিয়ে ক্ষোভপ্রকাশ করে পুর্তমন্ত্রীকে নিশানা করেন তিনি। সেইসঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি নবীকরণে বিভিন্ন ভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন। হিবজুরবাবু জানিয়ে দেন, দ্রুত তাঁদের দাবিপূরণ করা না হলে তাঁরা বরাক জুড়ে আন্দোলন গড়ে তুলবেন।

এ দিনের অনশন কর্মসূচিতে পাঁচগ্রামে কাগজ কলের শ্রমিক ইউনিয়নের নেতা আজিরউদ্দিন বড়ভুঁইঞা-সহ বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন।

Hunger strike BDP Demand
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy