Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রাহুলের সভায় থাকবেন না লালু

রাহুল গাঁধী বিহারে ভোটপ্রচারে আসবেন। অথচ সেই জনসভায় থাকবেন না লালুপ্রসাদ। যদিও জোটসঙ্গী নীতীশ কুমারকে দেখা যাবে রাহুলের সঙ্গে একই মঞ্চে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৮
Share: Save:

রাহুল গাঁধী বিহারে ভোটপ্রচারে আসবেন। অথচ সেই জনসভায় থাকবেন না লালুপ্রসাদ। যদিও জোটসঙ্গী নীতীশ কুমারকে দেখা যাবে রাহুলের সঙ্গে একই মঞ্চে।

রাষ্ট্রীয় জনতা দলের প্রবীণ এক নেতা জানিয়েছেন, অন্য একটি জরুরি কাজ থাকায় লালুপ্রসাদ ওই সভায় হাজির থাকতে পারবেন না। তবে, লালুর ছেলে তেজস্বী যাদব ওই সভায় বাবার হয়ে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর।

আগামী ১৯ সেপ্টেম্বর চম্পারণে জোটের হয়ে প্রথম ভোটপ্রচারে আসছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল। সেই সভায় জোটসঙ্গী রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালু না থাকায় স্বভাবতই অস্বস্তিতে রাজ্য কংগ্রেস। ওই সভার উদ্দেশ্যই হল, রাজ্য রাজনীতির ‘একতা’র একটা ছবি জনসাধারণের সামনে তুলে ধরা। সেখানে যদি অন্যতম জোটসঙ্গী লালুপ্রসাদই না থাকেন, তা হলে মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে। হাত গুটিয়ে বসে নেই কংগ্রেসও। ভুল বার্তা পৌঁছবে, সেই আশঙ্কার জায়গা থেকেই কংগ্রেসে তরফে লালুর সঙ্গে যোগাযোগ করে তাঁকে রাজি করানোর চেষ্টা চলছে।

ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের সভাপতি অশোক চৌধুরী লালুপ্রসাদের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, ‘‘লালুজির আসার ব্যাপারে আমরা আশাবাদী।’’ কংগ্রেস সূত্রে খবর, রাজ্যের দায়িত্বে থাকা সি পি যোশী রাজি করানোর চেষ্টা করবেন লালুপ্রসাদকে। ভিন্‌ রাজ্যের নেতাদেরও এই কাজে লাগানো হতে পারে। যেমন, অজয় যাদব। হরিয়ানার এই কংগ্রেস নেতা আবার সম্পর্কে লালুর বেয়াই হন। লালুর মেয়ের সঙ্গে অজয়ের ছেলের বিয়ে হয়েছে। সেই সম্পর্ককের জায়গা থেকেই অজয় আরজেডি সুপ্রিমোরকে রাজি করানোর চেষ্টা করবেন বলে সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bihar Lalu Prasad Rahul Gandhi Champaran rally
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE