ছপরা মিড-ডে মিল কাণ্ডে অভিযুক্ত প্রধান শিক্ষিকা মীনাদেবীকে ১৭ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত। সারন জেলা এবং দায়রা দ্বিতীয় আদালতের বিচারক দীপক আনন্দ আজ এই সাজা ঘোষণা করেন। গত বুধবার মীনাদেবীকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় দশ বছর এবং ৩০৮ ধারায় সাত বছরের সাজা দেওয়ার কথা ঘোষণা করেছে। আলাদা আলাদা ভাবে সাজা খাটতে হবে বলেও জানিয়েছে আদালত। দু’টি ধারাতেই সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে ওই প্রধান শিক্ষিকাকে।
২০১৩-র ১৬ জুলাই সারন জেলার মশরক থানার ধর্মসতি গ্রামের নবসৃজিত প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল খেয়ে ২২ জন স্কুলছাত্রের মৃত্যু হয়। বেশ কয়েকটি শিশু অসুস্থ হয়। খাদ্যে বিষক্রিয়ার ফলেই এমন হয়েছিল বলে ফরেন্সিক রিপোর্টে জানা যায়। ঘটনার পরে গ্রেফতার হন মীনাদেবী। তদন্তে জানা যায় নিজের দোকান থেকে রান্নার তেল সরবরাহ করেছিলেন তিনি। তবে দোকানের মালিক তথা মীনাদেবীর স্বামী অর্জুন রায় প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গিয়েছেন। রান্নার তেলে অরগ্যানোফসফেট পাওয়া গিয়েছিল বলে তদন্তে জানা গিয়েছে।
এ দিন আদালত চত্বরে ভিড় ছিল চোখে পড়ার মতো। মৃতদের পরিবারের সদস্যরাও হাজির হয়েছিলেন। তাঁরা অবশ্য প্রধান শিক্ষকের ফাঁসির সাজার দাবি করছিলেন। একান্ত ফাঁসি না হলেও যাবজ্জীবন কারাবাসের সাজার দাবি করছিলেন তাঁরা।
আরও পড়ুন: উঠছে কার্ফু, ভূস্বর্গের মন জয়ের চেষ্টা