Advertisement
০২ মে ২০২৪
BJP

BJP : বাংলায় ৩৫৬ ধারার দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ বিজেপি প্রভাবিত আইনজীবীরা

সন্ধ্যায় ওই আইনজীবীরা এবং ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ৩০ পরিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন। 

ফাইল ছবি

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ১৮:২৮
Share: Save:

বাংলায় ৩৫৬ ধারা কার্যকর দাবিতে বিজেপি প্রভাবিত আইনজীবীরা রাষ্ট্রপতি রামনাাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন। বাংলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। ভোট পরবর্তী হিংসায় প্রচুর মানুষ ঘরছাড়া। রাষ্ট্রপতির কাছে এই বিষয়গুলি তাঁরা তুলে ধরেন।

আইনজীবীরা জানান, রাষ্ট্রপতি তাঁদের কথা শুনেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। এই একই দাবিতে ইন্ডিয়া গেটে তাঁরা একটি মিছিলও করেন। এর পর সন্ধ্যায় ওই আইনজীবীরা এবং ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ৩০ পরিবার কেন্দ্রীয় স্বারষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন।

আইনজীবী কবীরশঙ্কর বসু বলেন, ‘‘পশ্চিমবঙ্গের এখন যা অবস্থা তাতে রাষ্ট্রপতি শাসন জারি করা অবিলম্বে দরকার। পুলিশ হিংসাকে সমর্থন করছে। তারা সক্রিয় নয়। কোনও পদক্ষেপ করছে না। এইগুলি আইন-শৃঙ্খলা ভেঙে পড়ার ইঙ্গিত দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE