মধ্যপ্রদেশে ২৮টি আসনের উপনির্বাচনের ফলাফলে স্পষ্ট, মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের গদি নিষ্কণ্টক হতে চলেছে। পাশাপাশি, অন্য ১০ রাজ্যের ৩০টি বিধানসভার কেন্দ্রের ভোটেও বিজেপি ভাল ফল করতে চলেছে বলে গণনার প্রাথমিক ইঙ্গিত। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, কর্নাটক, মণিপুরের পাশাপাশি এই তালিকায় রয়েছে বিরোধী শাসিত ঝাড়খণ্ড, ওডিশা, তেলঙ্গানাও।
ঝাড়খণ্ডের দুমকা আসনে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ভাই তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) প্রার্থী বসন্তের সঙ্গে কড়া টক্কর দেন বিজেপি প্রার্থী লুইস মরান্ডি। পঞ্চম রাউন্ড গণনার শেষে প্রায় হাজার ভোটে এগিয়ে যান লুইস। এর পর ক্রমশ এগোতে থাকেন বসন্ত। গত ডিসেম্বরে ঝাড়খণ্ড বিধানসভা ভোটে দুমকা এবং বরহৈট কেন্দ্রে জয়ী হয়েছিলেন হেমন্ত। মুখ্যমন্ত্রী হওয়ার পরে দুমকা কেন্দ্রটি ছেড়ে দেন তিনি। সেখানে প্রার্থী হন জেএমএম প্রতিষ্ঠাতা শিবু সোরেনের ছোট ছেলে বসন্ত। ঝাড়খণ্ডের অন্য বিধানসভা কেন্দ্র বেরমোর ভোট গণনার প্রবণতা বলছে, ফের কংগ্রেসের ঝুলিতে যেতে পারে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের ৮টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই এগিয়ে বিজেপি। কংগ্রেস বিধায়কদের দলত্যাগে খালি হয়েছিল এই কেন্দ্রগুলি। ৫ জন দলছুট বিজেপির প্রার্থী হয়ে ফের জয়ের মুখে। মণিপুরে কংগ্রেস বিধায়কদের দলত্যাগে খালি হওয়া ৪টি আসনেও এগিয়ে রয়েছে বিজেপি। উত্তর-পূর্বাঞ্চলের আরেক রাজ্য নাগাল্যান্ডের ২টি আসনে এগিয়ে আছে নির্দল প্রার্থীরা।