Advertisement
E-Paper

‘বেড়াতে চললেন? জাতীয় শোকের মধ্যে?’ মনমোহন সিংহকে ‘অপমান’ নিয়ে বিজেপির পাল্টা রাহুলকে

সোমবার বিজেপি রাহুলকে আক্রমণ করে বলে, “যখন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ, তখন রাহুল গান্ধী নতুন বছর উদ্‌যাপনের জন্য ভিয়েতনাম উড়ে গিয়েছেন।”

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৭:৩০
মনমোহন সিংহের শেষকৃত্যে (বাঁ দিক থেকে) সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী। শনিবার দিল্লির নিগমবোধ শ্মশানে।

মনমোহন সিংহের শেষকৃত্যে (বাঁ দিক থেকে) সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী। শনিবার দিল্লির নিগমবোধ শ্মশানে। ছবি: পিটিআই।

শেষকৃত্যের সময়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। এ বার তাঁর ভিয়েতনাম সফর নিয়ে প্রশ্ন তুলে লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধেই মনমোহনকে অপমান করার অভিযোগ তুলল বিজেপি।

সোমবার বিজেপি নেতা তথা আইটি সেলের প্রধান অমিত মালবীয় সমাজমাধ্যমে রাহুলকে আক্রমণ করে লেখেন, “যখন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ, তখন রাহুল গান্ধী নতুন বছর উদ্‌যাপনের জন্য ভিয়েতনাম উড়ে গিয়েছেন।” প্রসঙ্গত, বৃহস্পতিবার মনমোহনের প্রয়াণের পরেই তাঁকে শ্রদ্ধা জানাতে সাত দিনের ‘জাতীয় শোক’ ঘোষণা করে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। সেই হিসাবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সরকারি স্তরে বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের প্রথম শিখ প্রধানমন্ত্রী মনমোহনের ‘অপমান’ নিয়ে কংগ্রেস সুর চড়াতেই পাল্টা মুখ খুলেছিলেন মোদী মন্ত্রিসভার সদস্য হরদীপ সিংহ পুরী। ধর্মপরিচয়ে শিখ পুরী ‘শিখ নিধন দাঙ্গার’ প্রসঙ্গ তুলে হাত শিবিরকে আক্রমণ শানান। বলেন, “যখন আমার সম্প্রদায়ের ৩০০০ জন মানুষকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল, তখন শিখেদের জন্য তাদের (কংগ্রেস) শ্রদ্ধা কোথায় ছিল?” সোমবারও বিজেপি ‘শিখ নিধন দাঙ্গার’ প্রসঙ্গ তুলে আক্রমণ শানায় কংগ্রেসকে। অমিত বলেন, “কংগ্রেস এবং গান্ধী পরিবার শিখেদের ঘৃণা করে।” তার পরেই ১৯৮৪ সালে অমৃতসরের স্বর্ণমন্দিরে ‘অপারেশন ব্লু স্টার’-এর প্রসঙ্গ উত্থাপন করে তাঁর সংযোজন, “কখনও ভোলা যাবে না যে, ইন্দিরা গান্ধী দরবার সাহিবকে অপবিত্র করেছিলেন।”

বিজেপির আক্রমণের জবাব দিয়েছে কংগ্রেসও। পদ্মশিবিরের বিরুদ্ধে নজর ঘোরানোর অভিযোগ তুলেছে তারা। দলের নেতা মনিকম টেগোর বলেন, “সঙ্ঘীরা কবে নজর ঘোরানোর রাজনীতি বন্ধ করবেন? মোদী যে ভাবে ডক্টর সাহেব (মনমোহন)-এর জন্য অন্ত্যেষ্টিক্রিয়া যমুনাতীরে করার অনুমতি দেননি, যে ভাবে তাঁর মন্ত্রীরা মনমোহনের পরিবারকে কোণঠাসা করেছেন, তা লজ্জাজনক।” একই সঙ্গে বিজেপিকে খোঁচা দিয়ে কংগ্রেস নেতার সংযোজন, “যদি গান্ধী (রাহুল) ব্যক্তিগত ভাবে ঘুরতে যান, তবে কিসের সমস্যা। নতুন বছরে সুস্থ হয়ে উঠুন।”

Rahul Gandhi Vietnam Congress BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy