চিলি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে আলোচনায় ফের বিতর্কে জড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভারতের শিক্ষা ব্যবস্থা ও সামাজিক কাঠামো নিয়ে তাঁর মন্তব্যে ক্ষুব্ধ হয়েছে বিজেপি। তাদের দাবি, বিদেশে গিয়ে ফের দেশের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছেন রাহুল। চিলিতে গিয়ে রাহুল বলেন, “ভারতীয় শিক্ষা ব্যবস্থায় যে কৌতূহল ও স্বাধীন ভাবে চিন্তার ক্ষমতা থাকা উচিত, তা আজ ঝুঁকির মুখে। যুক্তি, বিজ্ঞান ও মুক্তচিন্তার যে ধারাটি ছিল, তা বর্তমানে প্রবল বিপদের সম্মুখীন।” তিনি আরও বলেন, “ভারতের সামাজিক কাঠামোয় উচ্চবর্ণের আধিপত্য স্পষ্ট। অথচ দেশের প্রায় নব্বই শতাংশ মানুষ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির। তাদের ইতিহাস, ঐতিহ্য ও চিন্তাভাবনা শিক্ষা ব্যবস্থায় প্রাপ্য গুরুত্ব পায় না। আমি চাই, জনজাতি, মধ্য ও নিম্নবর্গের ইতিহাস ও সংস্কৃতি যেন শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়।” রাহুলের অভিযোগ, গত দশ বছরে ভারতের শিক্ষাব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর কথায়, “বৈজ্ঞানিক চেতনা ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ বর্তমান সরকার বিজ্ঞানমনস্কতায় বিশ্বাসী নয়।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)