Advertisement
E-Paper

কর্নাটকে হারের ভয়, প্রার্থী নেই বিজেপির

হারের ভয়ে প্রার্থীই দিল না বিজেপি

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৩:২৮

কর্নাটকে নরেন্দ্র মোদীদের ক্ষমতা দখল করতে দেননি রাহুল গাঁধী। এ বার রাহুলের সক্রিয়তায় রাজ্যের বিধান পরিষদের ভোটে প্রার্থীও দিলেন না বিজেপিতে ‘ভোট মেশিন’ বলে পরিচিত মোদী-অমিত শাহ।

কর্নাটকের বিধানসভা ভোটে বিজেপি সব চেয়ে বড় দল হলেও জেডি(এস) নেতা কুমারস্বামীকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে মোদীদের মুখের গ্রাস কেড়েছেন রাহুল। তার পর থেকেই কংগ্রেস ও জেডি(এস)-এর জোট ভাঙিয়ে সরকার ফেলার চেষ্টা করেছে বিজেপি। কিন্তু বিধান পরিষদের তিনটি আসনের ভোটের আগে সেই চেষ্টা বানচাল করে দেন রাহুল। শুধু নিজের দল নয়, জেডি(এস)-ও যাতে অটুট থাকে, তা-ও সুনিশ্চিত করেছেন। ফলে হারের ভয়ে প্রার্থীই দিল না বিজেপি।

সোমবার ছিল মনোনয়ন পেশের শেষ দিন। কংগ্রেসের দু’জন ও জেডি(এস)-এর এক জন প্রার্থী মনোনয়ন পেশ করেছেন। বিজেপির এক নেতার ব্যাখ্যা, ‘‘২০১৯-এর আগে হারের ঝুঁকি নিতে চাইছেন না মোদী-শাহ। প্রার্থী দিয়ে হারলে তাঁদেরই মুখ পুড়বে।’’ কংগ্রেসের কটাক্ষ, এত দিন মোদী-অমিত নিজেদের ‘ভোট মেশিন’ বতেন। কোনও ভোটে তাঁরা না কি হারতে শেখেননি। এখন তো উলটপুরাণ! ভোটে দাঁড়াতেই ভয় পাচ্ছেন!

BJP Politics Karnataka Election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy