Advertisement
২০ মে ২০২৪

নীতীশেই আস্থা রাখছে বিজেপি

উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভার ৫৩০ ও রাজ্যসভার ২৪৩ জন মিলে জয়ের জন্য প্রয়োজন ৩৮৭ জন সাংসদের সমর্থন। বিজেপির হিসেব বলছে, রাষ্ট্রপতি ভোটে এনডিএ-র বাইরের যারা পাশে রয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনেও তারা সমর্থন দিলে ৫৪০ জন সাংসদকে পাওয়া যাবে।

নীতীশ কুমার।

নীতীশ কুমার।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ০৩:৫৮
Share: Save:

রাষ্ট্রপতি ভোটের মতো উপরাষ্ট্রপতি নির্বাচনেও নীতীশ কুমারের সমর্থন মিলবে ধরে নিয়েই এগোচ্ছে বিজেপি।

অমিত শাহের ঘনিষ্ঠ বিজেপির এক সাধারণ সম্পাদক আজ বলেন, ‘‘রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র বাইরের যে সব দল রামনাথ কোবিন্দকে সমর্থন করছে, উপরাষ্ট্রপতি নির্বাচনেও তারা একই ভাবে সমর্থন করবে। এর মধ্যে নীতীশ কুমারের দলকেও ধরে এগোচ্ছি আমরা।’’

উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভার ৫৩০ ও রাজ্যসভার ২৪৩ জন মিলে জয়ের জন্য প্রয়োজন ৩৮৭ জন সাংসদের সমর্থন। বিজেপির হিসেব বলছে, রাষ্ট্রপতি ভোটে এনডিএ-র বাইরের যারা পাশে রয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনেও তারা সমর্থন দিলে ৫৪০ জন সাংসদকে পাওয়া যাবে। রাষ্ট্রপতি নির্বাচনে নীতীশ বিজেপির প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করার পর থেকেই বিহারের শাসক জোটে অস্থিরতা তৈরি হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে নীতীশকে তোপ দাগার পর আজ বিহারের মুখ্যমন্ত্রীও ফোঁস করে ওঠেন। যদিও দিল্লিতে বিজেপি নেতারা দাবি করছেন, রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থনের বদলে নীতীশ বিহারের উন্নয়নে কেন্দ্রের সাহায্য চাইলেও এখনই কংগ্রেস ও লালু প্রসাদের দলের সঙ্গে জোট ছিন্ন করবেন না। একই ধারণা কংগ্রেসেরও। ক’দিন আগে কংগ্রেসের গুলাম নবি আজাদ নীতীশের বিরুদ্ধে উগ্রমূর্তি ধারণ করলেও আজ গোটা বিষয়ে জল ঢালতে সুর নরম করে সনিয়া গাঁধীর দল। অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘‘গোটা বিষয়টি রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শুরু হয়েছে, কিন্তু বিহারের জোট স্থায়ী।

বিজেপি মনে করছে, আগামী বছর রাজ্যসভায় তাদের সংখ্যা আরও ২০টির মতো বাড়বে। ফলে সংখ্যাগরিষ্ঠতার আরও কাছাকাছি পৌঁছে যাবে শাসক জোট। কংগ্রেস আরও দুর্বল হবে। এই অবস্থায় রাজ্যসভা সুচারু ভাবে চালাতে পারবেন, এমন কাউকেই উপরাষ্ট্রপতি করা হবে। তবে কংগ্রেসের ইঙ্গিত, রাষ্ট্রপতির মতো উপরাষ্ট্রপতি পদেও প্রার্থী দেবে বিরোধী জোট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE