লোকসভা ভোটে ২৮২ আসন পাওয়া নরেন্দ্র মোদীর দল এখন সংসদের নিম্নকক্ষে খাদের ধারে দাঁড়িয়ে। আরও তিন উপ-নির্বাচনে হারলে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারাবে বিজেপি। এই তিনের মধ্যে একটি আবার উত্তরপ্রদেশের বিতর্কিত আসন কাইরানা। গোরক্ষপুর, ফুলপুরে হারের পরে এ সব আসনে জিততে মরিয়া বিজেপি।
সে কারণেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কাইরানার পাশাপাশি মুজফ্ফরনগর ও শামলিতে পাঁচ বছর আগে হওয়া গোষ্ঠী সংঘর্ষের ১৩১টি মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করলেন। ওই কাইরানা থেকেই হিন্দুদের বহিষ্কার করার অভিযোগকে বিধানসভা ভোটে রাজনৈতিক অস্ত্র করেছিলেন যোগী। পাশাপাশি গোরক্ষপুর, ফুলপুরের ক্ষত ঢাকতে অতি-দলিত ও একেবারে পিছিয়ে পড়া সম্প্রদায়কে সংরক্ষণ দিতে কমিটি ঘোষণা করলেন।
কিন্তু বিরোধীদের দাবি, মুজফ্ফরপুর গোষ্ঠী সংঘর্ষের মামলার মধ্যে যেগুলিতে বিজেপি নেতাদের বাঁচাতে সুবিধে হয় সেগুলিই প্রত্যাহার করা হচ্ছে। তাঁদের মতে, যোগী আক্রমণকারীদেরই বাঁচাচ্ছেন। কাইরানা ভোটের দিকে তাকিয়ে আসলে মেরুকরণের তাসই খেলতে চাইছেন তিনি।