রাজধানী দিল্লি ঢেকেছে ঘন কুয়াশায়, ব্যাপক ভাবে হ্রাস পেয়েছে দৃশ্যমানতা। বাতিল বহু উড়ান। জারি লাল সতর্কতা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সকাল ৮টায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দর এবং সফদরজং-এ দৃশ্যমানতা ছিল ৫০ মিটার। যা সকাল ৯টা নাগাদ ১০০ মিটার হয়। তবে দৃশ্যমানতা কম থাকার দরুণ প্রায় ১৩০টি বিমান বাতিল করা হয়, ৮টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয় এবং ২০০টির বেশি উড়ান স্থগিত রাখা হয় বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছোয় ৮ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকর থেকে ২ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, মঙ্গলবারও ঘন কুয়াশায় ঢাকা থাকবে রাজধানী। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছোতে পারে ২১ ডিগ্রি অবধি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৮ ডিগ্রি।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট অনুযায়ী বিগত ২৪ ঘণ্টায় দিল্লির বায়ু গুণমান সূচক ছিল ৪০১ যা অত্যন্ত খারাপ বলে জানায় পর্যদ। এবং আগামী দু’দিন তার খুব একটা উন্নতি হবে না বলেও শঙ্কা প্রকাশ করছেন তারা। রাজধানীর বাকি অংশের তুলনায় পরিস্থিতি অত্যন্ত খারাপ ওয়ার্জিপুরের। সেখানকার বায়ু গুণমান সূচক ছিল ৪৬২। এ ছাড়াও আগামী এক সপ্তাহের বাযুর গুণমানের আরও অবনতি হবে বলে পূর্বাভাস পষর্দের।