Advertisement
০৩ মে ২০২৪

তোপের মুখে সিদ্দেক

আগামী বছরেই ভোট। আর তার জেরে রাজনৈতিক দলগুলির মধ্যে টানাপড়েন ক্রমশ বাড়ছে বরাকে। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক গা-গরমের প্রক্রিয়া। কয়েকদিন আগে দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ তোপ দেগেছিলেন বরাকের বিজেপি-র বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০২:৫৩
Share: Save:

আগামী বছরেই ভোট। আর তার জেরে রাজনৈতিক দলগুলির মধ্যে টানাপড়েন ক্রমশ বাড়ছে বরাকে। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক গা-গরমের প্রক্রিয়া। কয়েকদিন আগে দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ তোপ দেগেছিলেন বরাকের বিজেপি-র বিরুদ্ধে। বরাকে সাম্প্রদায়িক চিন্তাভাবনা ছড়ানোর অভিযোগ এনেছিলেন তিনি। আজ তারই জবাব দিতে আসরে নেমেছেন করিমগঞ্জ বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপি সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য অভি যোগ করেন, ‘‘নিজের এই ব্যর্থতা ঢাকতেই সিদ্দেক এখন থেকে সাম্প্রদায়িক কথাবার্তা বলতে শুরু করেছেন।’’ তাঁর বক্তব্য, দীর্ঘ দিন ধরেই বরাকে বিজেপি রাজনীতি করছে। কিন্তু কখনও তাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় তেমন কিছু করেননি। বিজেপি নেতৃত্বের বক্তব্য, গত লোকসভা ভোটে কংগ্রেসের এই বিধায়ক এআইইঙডিএফের প্রার্থীর হয়ে কাজ করেছিলেন। এ বার তিনি নিজেই কংগ্রেস ছেড়ে বদরুদ্দিন আজমলের দলে ঢুকতে চাইছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bjp karimganj siddique ahmed barak assam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE