Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

প্রিয়ঙ্কার থেকেও সুন্দরী বক্তা বিজেপিতে আছে! বিনয়ের মন্তব্যে বিতর্ক

প্রিয়ঙ্কা গাঁধীকে কটাক্ষ করে বিতর্কে জড়ালেন বিনয় কাটিয়ার। প্রচারের কাজে ব্যবহারের জন্য কংগ্রেসের থেকেও অনেক সুন্দরী বিজেপিতে রয়েছেন বলে বুধবার মন্তব্য করেন ওই বিজেপি সাংসদ। প্রিয়ঙ্কার নাম করে ওই মন্তব্যের পাশাপাশি তিনি ফের এক বার রামমন্দির ইস্যুকেও খুঁচিয়ে দিয়েছেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৭ ১৬:১১
Share: Save:

প্রিয়ঙ্কা গাঁধীকে কটাক্ষ করে বিতর্কে জড়ালেন বিনয় কাটিয়ার। প্রচারের কাজে ব্যবহারের জন্য কংগ্রেসের থেকেও অনেক সুন্দরী বিজেপিতে রয়েছেন বলে বুধবার মন্তব্য করেন ওই বিজেপি সাংসদ। প্রিয়ঙ্কার নাম করে ওই মন্তব্যের পাশাপাশি তিনি ফের এক বার রামমন্দির ইস্যুকেও খুঁচিয়ে দিয়েছেন।

আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারের কাজে যে তারকাদের ব্যবহার করা হবে, সম্প্রতি তাঁদের নামের একটি তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। সেখানে প্রিয়ঙ্কা গাঁধীর নামও রয়েছে। এ দিন বিনয় বলেন, ‘‘প্রচারের জন্য প্রিয়ঙ্কা গাঁধীর থেকেও অনেক সুন্দরী রয়েছেন। বিজেপিতে তেমন নেতার অভাব নেই।’’ সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের কাছে বিনয়ের করা এই মন্তব্যের প্রেক্ষিতে প্রিয়ঙ্কাও পাল্টা বিজেপি নেতাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এ দিন বলেন, ‘‘মহিলাদের সম্পর্কে ওঁদের কী মনোভাব, তা এই মন্তব্যেই পরিষ্কার।’’

আরও পড়ুন: অসুস্থ দাউদ ইব্রাহিমকে মোক্ষম খাঁড়ার ঘা মারতে চলেছে মরিয়া ভারত

প্রিয়ঙ্কাকে নিয়ে মন্তব্য করার পাশাপাশি এ দিন বিনয় ফের এক বার তুলে এনেছেন রামমন্দির বিতর্ক। তাঁর মতে, মন্দির তৈরি না হওয়া পর্যন্ত এই প্রসঙ্গ উঠবেই। তাঁর কথায়, ‘‘রামমন্দির একটি পুরনো এবং গুরুত্বপূর্ণ ইস্যু। কাজেই যত দিন না মন্দির তৈরি হচ্ছে, তত দিন তা নিয়ে কথা হবেই।’’ তিনি জানান, এ নিয়ে বিজেপি অনেক কিছু করেছে। এ বারের নির্বাচনে নতুন করে রামমন্দির ইস্যু জুড়ে দেওয়ার কোনও কারণ নেই। রামের জন্মস্থানেই ওই মন্দির তৈরি হবে বলে জানিয়েছেন ওই বিজেপি নেতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Priyanka Gandhi Vinay Katiyar BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE