কংগ্রেস নেতা পবন খেরার পরে এ বার বিজেপির নিশানায় তাঁর স্ত্রী কোটা নীলিমা। তাঁর বিরুদ্ধে দু’টি ভোটার কার্ড রাখার অভিযোগ তুললেন বিজেপি নেতৃত্ব।
ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই আবহে গত কাল দলের বর্ষীয়ান নেতা খেরার নামে দিল্লির দু’টি বিধানসভা কেন্দ্রের ভোটার কার্ড রয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। ওই অভিযোগ সামনে আসতেই খেরাকে কারণ দর্শানোর নোটিস দেয়নির্বাচন কমিশন।
এ বার পবনের বিরুদ্ধে অভিযোগ ওঠার ২৪ ঘণ্টার মধ্যে তাঁর স্ত্রীর নামে দু’টি ভোটার কার্ড থাকার অভিযোগ উঠল। আজ বিজেপি নেত্রী শাজিয়া বলেন, ‘‘পবনে স্ত্রী কোটা নীলিমার কাছে দু’টি ভোটার কার্ড রয়েছে। একটি তেলঙ্গানার খৈরতাবাদ কেন্দ্রের, দ্বিতীয়টি নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের।’’ শাজিয়ার অভিযোগ, দু’টি কার্ডই এখনও সক্রিয়।
প্রসঙ্গত, ২০২৩ সালে তেলঙ্গানার সনৎনগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিলেন নীলিমা। যদিও তিনি নির্বাচনে হেরে যান। শাজিয়া বলেন, ‘‘প্রথমে স্বামী, তার পরে একই অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। বোঝাই যাচ্ছে, কারা ভোটে কারচুপি করে।’’ অবিলম্বে কমিশন যাতে ব্যবস্থা নেয়, সেই দাবি তুলেছেন তিনি।
পাশাপাশি, আজ রাহুলের বিরুদ্ধে ভোটারের পরিচয় সর্বসমক্ষে ফাঁস করে দিয়ে সেই ভোটারকে হেনস্থার মুখে ঠেলে দিয়েছেন বলে সরব হয়েছেন শাজিয়া। তিনি বলেন, ‘‘রাহুল গান্ধী সাংবাদিক বৈঠকে ভোটারদের পরিচয় ফাঁস করে দেওয়ায় সেই ভোটারকে হেনস্থার মুখে পড়তে হয়েছে। রাহুল ভোটার অধিকার যাত্রা করেছেন, ভোটারদের অধিকার দেওয়ার জন্য নয়, ক্ষমতা দখলের লক্ষ্যে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)